ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘বায়ার্ন লজ্জার প্রতিশোধ নেবে বার্সেলোনা’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১২, ২৫ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ২৩:৪২, ২৫ সেপ্টেম্বর ২০২০
‘বায়ার্ন লজ্জার প্রতিশোধ নেবে বার্সেলোনা’

ট্রফির হিসাব কষলে গত মৌসুমে চরমভাবে ব্যর্থ ছিল কাতালান ক্লাব বার্সেলোনা। শোকেসে আসেনি কোনো ট্রফি। তবে গত মৌসুমে বার্সেলোনার সবচেয়ে বড় লজ্জা ছিল চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হার। সেই ম্যাচে বার্সেলোনা রেকর্ড ব্যবধানে হেরেছে। তবে সেটি নিছক দুর্ঘটনা বলে মনে করেন জুভেন্টাস থেকে সদ্য বার্সায় যোগ দেওয়া মিরালেম পিয়ানিচ। এই মিডফিল্ডার জানিয়েছেন, সেই লজ্জার প্রতিশোধ নিবে বার্সেলোনা।

লিসবনে গত ১৪ অগাস্ট জার্মান চ্যাম্পিয়নদের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হয় বার্সেলোনা। যা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে বার্সেলোনার সবচেয়ে বাজে হার। এর পাশাপাশি ১২ বছরের মধ্যে প্রথমবারের মতো ট্রফিহীন একটি মৌসুম শেষ করে তারা। তবে সব ব্যর্থতা শেষে নতুন করে শুরু করতে যাচ্ছে বার্সা। নতুন কোচ এবং নতুন পরিকল্পনায় হাঁটছে দলটি।

আগামী রোববার ভিয়ারিয়ালের বিপক্ষে লিগ ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে বার্সেলোনা। তার আগে স্পেনের দৈনিক ক্রীড়াপত্রিকা স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে বসনিয়ান মিডফিল্ডার পিয়ানিচ বলেছেন, ‘এই দলটা লিসবনে যা ঘটেছিল তার প্রতিশোধ নিতে চায় এবং দেখাতে চায় যে, ওটা ছিল শুধুই একটি দুর্ঘটনা।’

৩০ বছর বয়সী এই মিডফিল্ডার আরও যোগ করেন, ‘আমাদের লক্ষ্য ধাপে ধাপে অগ্রসর হওয়া। শুরুটা হবে লিগ দিয়ে, যা মোটেও সহজ হবে না। আর চ্যাম্পিয়নস লিগে পাঁচ অথবা ছয়টি দল থাকবে শিরোপার দাবিদার।’

আর্থারের সঙ্গে বদলী হয়ে জুভেন্টাস থেকে বার্সায় যোগ দিয়েছেন পিয়ানিচ। বর্তমান দল নিয়ে এই ফুটবলার বলেন, ‘এই খেলোয়াড়রা এরই মধ্যে ফুটবল বিশ্বের সম্মান অর্জন করেছে। কারও কাছে তাদের কিছু প্রমাণ করার আছে বলে আমি মনে করি না। কিন্তু ফুটবলে অঘটন তো ঘটেই। আমার মনে হয়, বার্সেলোনায় এমন খেলোয়াড় নেই যে প্রমাণ করতে চায় না, ৮-২ শুধুই একটা দুর্ঘটনা ছিল।’

ভালো একটা মৌসুমের প্রত্যাশা করে পিয়ানিচ আরও যোগ করেন, ‘দলের অনেকের সঙ্গে আমার কথা হয়েছে তারা একটুও আত্মবিশ্বাস হারায়নি। গত মৌসুমটা কারও জন্য সহজ ছিল না। তবে আমি নিশ্চিত, এবার আমাদের ভালো একটি মৌসুম কাটবে। কারণ আমাদের দারুণ খেলোয়াড় রয়েছে।’

ঢাকা/কামরুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়