ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

দেখিয়ে দাও তুমি এক নম্বর, মেসিকে সুয়ারেজ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৩, ২৬ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ২২:৩৫, ২৬ সেপ্টেম্বর ২০২০
দেখিয়ে দাও তুমি এক নম্বর, মেসিকে সুয়ারেজ

মহাদেশীয় ফুটবল প্রতিযোগিতায় একে অপরের দারুণ প্রতিপক্ষ। কিন্তু ক্লাব ফুটবলে টানা ছয় বছর একসঙ্গে কাটানোর কারণে লুইস সুয়ারেজ এবং লিওনেল মেসি হয়ে উঠেছেন একে অপরের খুব কাছের বন্ধু। অর্ধযুগ বন্ধুর সঙ্গে খেলা মেসি আর মাঠে পাশে পাবেন না সুয়ারেজকে। তাই এক আবেগঘন বার্তা জানিয়েছিলেন প্রিয় বন্ধুর উদ্দেশ্যে। এবার সেই বার্তার উত্তর দিয়েছেন সুয়ারেজও।

সেই উত্তরে মেসিকে ধন্যবাদ জানাতে ভুলেননি সুয়ারেজ। একই সঙ্গে পরামর্শ দিয়ে বলেছেন, নিজেকে সেরা ফুটবলার এবং এক নম্বর ফুটবলার হিসেবে প্রতিনিয়ত প্রমাণ করে যেতে।

সুয়ারেজের অ্যাতলেটিকো মাদ্রিদে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসার পর মেসি ইনস্টাগ্রামে তার আবেগী বার্তায় লিখেছেন, ‘কত কঠিনই না হবে সামনের সময়গুলো, যখন তোমার সঙ্গে দিনের পর দিন আর মাঠের ভিতরে এবং বাইরে কাটানো হবে না। আমরা দিনগুলো অনেক মিস করবো। অনেকগুলা বছর, অসংখ্য ম্যাটস (সুয়ারেজের বানানো বিখ্যাত কফি) আর ডিনার, প্রতিদিন একসঙ্গে...অনেক কিছুই তুমিও কোনোদিন ভুলতে পারবে না।’

এরপর বার্সা বোর্ডের সমালোচনা করে সুয়ারেজের এমন বাজে বিদায় মেনে নিতে না পেরে আরও লিখেছেন, ‘তেমন বিদায়ই তোমার প্রাপ্য ছিল যেমনটা তুমি ছিলে; ক্লাবের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন। এমন বিদায় তোমার প্রাপ্য না যেমনভাবে তোমাকে বিদায় দেয়া হচ্ছে। কিন্তু সত্যটা হলো এই মুহূর্তে (বোর্ডের বর্তমান অবস্থায়) আমি এটা দেখে অবাক হচ্ছি না।’

মেসির এমন বার্তার পরে ইন্সটাগ্রামেই এর প্রতিক্রিয়া জানিয়েছেন সুয়ারেজ। তার বার্সায় যোগ দেওয়ার শুরুর দিন থেকে পাশে থাকায় কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন। পাশাপাশি প্রাণের বন্ধুকে দারুণ একটি পরামর্শও দিয়েছেন তিনি।

সুয়ারেজ লিখেছেন, ‘বন্ধু, বার্তার জন্য তোমাকে ধন্যবাদ। তুমি যেভাবে পাশে থাকছ, আমার ও আমার পরিবারের জন্য প্রথম দিন থেকেই তুমি যা কিছু করেছ, তার জন্য তোমাকে ধন্যবাদ। আমি মানুষ মেসির প্রতি সবসময় কৃতজ্ঞ থাকব যে কিনা মজার ও আবেগপ্রবণ, কারণ সবাই খেলোয়াড় (মেসিকে) চেনে। আমি তোমাকে যা বলেছি তা ভুলে যেও না: নিজেকে উপভোগ করে যাও, দেখিয়ে দিতে থাকো তুমি এক নম্বর।... বন্ধু, তোমাকে খুব ভালবাসি এবং তোমাদের পাঁচ জনকে (মেসি, তার স্ত্রী ও তাদের তিন সন্তান) মিস করব।’

ঢাকা/কামরুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়