ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

উইলিয়ামসন-রশিদের নৈপুণ্যে হায়দরাবাদের প্রথম জয়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০৫, ৩০ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৫:৩৪, ৮ মার্চ ২০২১
উইলিয়ামসন-রশিদের নৈপুণ্যে হায়দরাবাদের প্রথম জয়

শেষদিকে কেন উইলিয়ামসনের ব্যাটিং আর রশিদ খানের দুর্দান্ত বোলিংয়ে আইপিএলে প্রথম জয় পেলো সানরাইজার্স হায়দরাবাদ। মঙ্গলবার আবুধাবিতে তারা ১৫ রানে দিল্লি ক্যাপিটালসকে হারিয়েছে।

আগে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টো স্বভাবসুলভ ব্যাটিং করতে পারেননি। পাওয়ার প্লেতে আসে মাত্র ৩৮ রান, যা এই জুটির দ্বিতীয় সর্বনিম্ন।

পরে অবশ্য গতি বেড়েছিল ওয়ার্নারের ব্যাটে। তার ৩৩ বলে ৪৫ রানের ইনিংস শেষ হয় দলীয় ৭৭ রানে। বেয়ারস্টো আর উইলিয়ামসনের ৫২ রানের জুটিতে উপকৃত হয়েছে হায়দরাবাদ। ইনিংসসেরা ৫৩ রানে আউট হন বেয়ারস্টো। ২৬ বলে ৫ চারে ৪১ রান করে শেষ ওভারে বিদায় নেন উইলিয়ামসন। তাতে ৪ উইকেটে ১৬২ রানে থামে হায়দরাবাদ।
কাগিসো রাবাদা ও অমিত মিশ্র দিল্লির পক্ষে দুটি করে উইকেট নেন।

অল্প পুঁজিতেও হায়দরাবাদের জয়ে বড় ভূমিকা রশিদের। শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার ও ঋষভ পান্তের উইকেট নিয়ে এই আফগান স্পিনার ভেঙে দেন দিল্লির ব্যাটিং স্তম্ভ। পাশাপাশি রান দেওয়াতেও কৃপণ ছিলেন রশিদ, ৪ ওভারে ১৪ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা তিনি।

ভুবনেশ্বর কুমার খালি হাতে ফেরেননি। নেন ২ উইকেট। ৭ উইকেট হারিয়ে ১৪৭ রানে থামে দিল্লি, যাতে সর্বোচ্চ ৩৪ রান ধাওয়ানের।

৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে হায়দরাবাদ, আর সমান খেলে প্রথম হারে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে দিল্লি।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়