ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বার্সার স্বার্থের জন্যই আমি সারাজীবন খেলেছি: মেসি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৮, ৩০ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৩:৩০, ৩০ সেপ্টেম্বর ২০২০
বার্সার স্বার্থের জন্যই আমি সারাজীবন খেলেছি: মেসি

বার্সেলোনায় আর থাকতে চান না লিওনেল মেসি; এবারের মৌসুমে না ছাড়লেও আসছে গ্রীষ্মে নতুন ক্লাব খুঁজে নেবেন আর্জেন্টাইন এই সুপারস্টার। মেসির বার্সা ছাড়ার এমন গুঞ্জন আগস্ট থেকে এখনো চলছে। তবে চলমান বিতর্কের শেষ চান ছয়বারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা ফুটবলার। নতুন মৌসুমে বার্সার হয়ে মাঠে নামার পর স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন মেসি। যেখানে মেসি বলেছেন, নিজের জন্য নয়, বার্সার স্বার্থের জন্যই সারাজীবন খেলে গেছেন তিনি।

সর্বশেষ মৌসুমের শুরু থেকে ক্লাব বার্সেলোনা ছাড়তে চাইছিলেন মেসি। মৌসুমের শেষদিকে দলের বাজে অবস্থায় সেটি আরও জোরদার হয়। এক পর্যায়ে মেসি নিজেই ফ্যাক্স পাঠিয়ে ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন। সেই সময়ে মেসিকে কাতালান ক্লাবের সমর্থকরা স্বার্থপরের তকমাও দিয়েছেন। অনেকে বলেছেন, মেসিকে গড়ে তোলা বার্সেলোনার বিপদের সময় পালিয়ে বাঁচতে চাইছেন মেসি। সমালোচকদের এমন মন্তব্যের এবার দাঁত ভাঙ্গা জবাব দিলেন মেসি।

স্পোর্তকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমি সবসময় বার্সার স্বার্থের জন্যই খেলেছি। শুধু বার্সা আমাকে দিয়েছে বিষয়টি এমন না। অনেকেই অনেক কথা বলতে পারে। আমি শুধু বলতে চাই, আমি এই ক্লাবটার জন্যই সারা জীবন খেলেছি। যদি কোনো ভুল করে থাকি তবে তার দায় অবশ্যই আমি নিব। এটা হয়তো আমাকে আরও যোগ্য করে গড়ে তুলবে।’

মেসি আরও যোগ করেন, ‘অনেক বেশি কানাঘুষা হয়েছে আমাদের (বার্সা এবং মেসি) নিয়ে। এগুলোর আপাতত অবসান চাই। আমি মনে করি আমাদের এখনো অনেক কিছু দেবার আছে। বার্সার হয়ে অনেক গুলো ট্রফি জেতার আছে। দলের মধ্যে কোনো বিভক্তি নয়। একতাই আমাদের উদ্দেশ্য পূরণে সহায়তা করতে পারে। সেজন্য আমরা শুধু সঠিক দিক নির্দেশনা চাই।’

ঢাকা/কামরুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়