ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

আমার বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা হয়েছে: আফ্রিদি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪২, ৩০ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৮:৪৫, ৩০ সেপ্টেম্বর ২০২০
আমার বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা হয়েছে: আফ্রিদি

সম্প্রতি পাকিস্তানি কিংবদন্তি শহীদ আফ্রিদির একটি সাক্ষাৎকার নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল। আরব নিউজে দেওয়া সেই সাক্ষাৎকারে পাকিস্তানের সাবেক এই অধিনায়ক বলেছিলেন, ২০১১ ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে ভারতকে হারানোর দারুণ সুযোগ মিস করেছিল তার দল। এই ম্যাচে হারের জন্য পাকিস্তানের বর্তমান প্রধান কোচ এবং নির্বাচক মিসবাহকে দায়ী করেছেন তিনি। তবে টুইটারে আরব নিউজের সেই সাক্ষাৎকার শেয়ার করে আফ্রিদি এবার জানিয়েছেন, তার বক্তব্যকে ভুল ভাবে ব্যাখ্যা করা হয়েছে।

বিশ্বকাপে এখন পর্যন্ত একবারও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। তবে সবচেয়ে ভালো সুযোগ এসেছিল ২০১১ বিশ্বকাপের সেমিফাইনালে। সেবার শচীন টেন্ডুলকারের ৮৫ রানে ভারত ২৬০ রান সংগ্রহ করেছিল। জবাবে ব্যাটিংয়ে নেমে ২৯ রান দূরে থামতে হয়েছিল পাকিস্তানকে। তবে ম্যাচ হারার জন্য সমালোচনার শিকার হতে হয়েছিল মিসবাহকে। ৭৬ বলে ৫৬ রান করলেও ধীরগতিতে ব্যাটিং করছিল বর্তমান কোচ।

আর এই নিয়ে আরব নিউজে দেওয়া সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, ‘অনেকেই বলে মিসবাহ স্লো ইনিংস খেলেছিল সেদিন। এটাই তার স্বভাব। উইকেটে থিতু হতে সে সময় নেয়। শেষ দিকে সপাটে ব্যাট চালায়। কিন্তু ওই পরিস্থিতিতে তার দ্রুত রান তোলা প্রয়োজন ছিল।’

এমন মন্তব্যের পর বিতর্কের সৃষ্টি হয়। তবে আফ্রিদির দাবি, তার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আরব নিউজের স্ক্রিনশট দিয়ে তিনি টুইট করেন, ‘দুর্ভাগ্যজনকভাবে এই সাক্ষাৎকারে আমার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। ২০১১ বিশ্বকাপের হারটা ছিল ব্যাটিং ব্যর্থতার কারণে। রান তাড়ায় আমিসহ দলের অন্য ব্যাটসম্যানরা চাপ সামাল দিতে পারিনি। ব্যক্তিগতভাবে কেউ দোষী  নয়!’

ঢাকা/কামরুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়