ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ধীরে ধীরে আরও উন্নতি করবে দল: জিদান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪০, ১ অক্টোবর ২০২০  
ধীরে ধীরে আরও উন্নতি করবে দল: জিদান

ঘরের মাঠে সর্বশেষ ম্যাচে জয় মিলিয়ে টানা ২০ জয় দেখেছে রিয়াল মাদ্রিদ। তবে শেষ ম্যাচে কষ্টার্জিত জয় দেখেছে লস ব্লাঙ্কোসরা। শিষ্যদের পারফরম্যান্সে পুরোপুরি খুশি হতে পারেননি গুরু জিনেদিন জিদান। মাঠের পারফরম্যান্সে উন্নতির আরও অনেক জায়গা দেখছেন রিয়াল মাদ্রিদ কোচ। আশা করছেন, সময়ের সঙ্গে আরও উন্নতি করবে দলটি।

লা লিগায় বুধবারের ম্যাচটিতে বদলি ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রের একমাত্র গোলে জেতে রিয়াল। সেই গোল পেতে রিয়ালকে অপেক্ষা করতে হয়েছিল ৬৫ মিনিট পর্যন্ত। গোল পাওয়ার পরেই ছন্দহীন ছিল রিয়াল শিবির। লস ব্লাঙ্কোসদের গোলরক্ষক থিবো কর্তোয়ার দৃঢ়তায় অবশ্য জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। জয়টা গতবারের চ্যাম্পিয়নদের জন্য কতটা স্বস্তির, তা প্রকাশ পেল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জিদানের কথায়।

রিয়ালের এই ফরাসি কোচ বলেন, ‘জয়টা মধুর, কারণ রাতটা আমাদের জন্য সহজ ছিল না। জানতাম আমরা ভুগতে পারি এবং কঠিন একটা ম্যাচ হবে। তবে শেষ পর্যন্ত আমরা পুরো পয়েন্ট পেয়েছি।’

এরপরই নিজেদের আরও উন্নতি করতে হবে জানিয়ে জিদান আরও যোগ করেন, ‘আমরা ভালো খেলিনি, তবে কেবল মৌসুম শুরু করেছি। তাই আমাদের শান্ত থাকতে হবে এবং ধৈর্যশীল হতে হবে, কারণ আমরা জানি, ধীরে ধীরে আমরা উন্নতি করব।’

মৌসুম শুরুর আগে মাত্র এক ম্যাচ খেলেছিল রিয়াল। এরপর লিগে এখন পর্যন্ত তিন ম্যাচে মাঠে নেমেছে দলটি। তবে কোনো ম্যাচে শিষ্যদের পারফরম্যান্সে সন্তুষ্ট হতে পারেননি জিদান। তিনি বলেন, ‘সব ম্যাচের সময়ই কিছু বিষয়ে আমি বিরক্ত হই। আজ বিরক্ত লাগছিল যখন আমরা নিজেদের অর্ধে বল হারাচ্ছিলাম। এই জায়গাগুলোয় আমাদের খুব সতর্ক হওয়া দরকার।’

তবে সময়ের সঙ্গে উন্নতি আসবে সেই আশায় আছেন এই ফরাসি কোচ। জিদানের ভাষ্যে, ‘তবে আমি ইতিবাচক দিকগুলোর ওপর জোর দেব। আমরা সবে শুরু করেছি। এটা স্বাভাবিক কোনো মৌসুম নয়। যাচাইয়ের জন্য যথেষ্ট প্রীতি ম্যাচ খেলতে পারিনি। ধাপে ধাপে আমরা উন্নতির চেষ্টা করব।’

লিগে এখন পর্যন্ত তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে তিনে আছে জিদানের শিষ্যরা। একে থাকা গেতাফের পয়েন্টও ৭। তবে গোল ব্যবধানে এগিয়ে দলটি। এদিকে দুইয়ে থাকা ভ্যালেন্সিয়া ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে, তবে রিয়ালের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে দলটি।

ঢাকা/কামরুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়