RisingBD Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২০ ||  কার্তিক ৫ ১৪২৭ ||  ০৩ রবিউল আউয়াল ১৪৪২

করোনাভাইরাসে সিরি’আ লিগের ম্যাচ স্থগিত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:১৫, ১ অক্টোবর ২০২০   আপডেট: ০৩:৫২, ২ অক্টোবর ২০২০
করোনাভাইরাসে সিরি’আ লিগের ম্যাচ স্থগিত

করোনাভাইরাসের থাবায় স্থগিত করা হয়েছে সিরি আ লিগের একটি ম্যাচ। ইতালিয়ান ক্লাব জেনোয়ার খেলোয়াড় ও স্টাফসহ মোট ১৪ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হওয়াতে তোরিনোর বিপক্ষে তাদের ম্যাচ স্থগিত করা হয়েছে।

সিরি আ লিগ কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। আগামী শনিবার ঘরের মাঠে তোরিনোর মুখোমুখি হওয়ার কথা ছিল জেনোয়ার।

সিরি আর নিয়ম অনুযায়ী, কোনো দলের গোলরক্ষকসহ কমপক্ষে ১৩ জন খেলোয়াড় খেলার অবস্থায় থাকলে তাদের ম্যাচ সূচি অনুযায়ী হবে। এরপরও যদি তারা খেলতে না পারে, তাহলে তাদের ৩-০ গোলে হার মেনে নিতে হবে। উয়েফাও এই নিয়ম ব্যবহার করছে।

তবে এক সপ্তাহের মধ্যে কোনো দলের অন্তত ১০ জনের কোভিড-১৯ পজিটিভ এলে হারের পরিবর্তে মৌসুমে একবার তাদের ম্যাচ স্থগিতের অনুমতি পাবে। তোরিনের বিপক্ষে জেনোয়ার ম্যাচ সেই কারণে স্থগিত করা হয়েছে।

ঢাকা/কামরুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়