ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আইপিএলে ধোনির আরেকটি ‘সেঞ্চুরি’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৭, ৫ অক্টোবর ২০২০   আপডেট: ১১:৫৫, ৫ অক্টোবর ২০২০
আইপিএলে ধোনির আরেকটি ‘সেঞ্চুরি’

আইপিএলের চলতি আসরের প্রথম ম্যাচে অধিনায়ক হিসেবে ‘সেঞ্চুরি’-র মাইলফলক ছুঁয়েছিলেন মাহেন্দ্র সিং ধোনি। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সেই ম্যাচে জয়ের মধ্য দিয়ে অধিনায়ক হিসেবে শততম জয় দেখেছিলেন ধোনি। নিজেদের শেষ ম্যাচে কিংস এলাভেন পাঞ্জাবের বিপক্ষে আরেকটি ‘সেঞ্চুরি’ মাইলফলক স্পর্শ করলেন চেন্নাই অধিনায়ক।

এবারের অর্জনটা অবশ্য উইকেটরক্ষক হিসেবে। উইকেটের পেছনে দাঁড়িয়ে নতুন রেকর্ডের খাতায় নাম লেখালেন ধোনি। উইকেটরক্ষক হিসেবে আইপিএলে ১০০ ক্যাচ ধরার অনন্য কীর্তি গড়লেন চেন্নাই অধিনায়ক।

পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে শার্দুল ঠাকুরের বলে লোকেশ রাহুলের ক্যাচ ধরার মাধ্যমে এই কীর্তি গড়েন ধোনি। উইকেটকিপার হিসেবে টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েন ধোনি। ধোনির আগে আইপিএলে উইকেটরক্ষক হিসেবে ১০০ ক্যাচ নিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক দিনেশ কার্তিক।

ধোনি অবশ্য ক্রিকেটার হিসেবে আইপিএলে মুম্বাই ম্যাচেই ১০০ ক্যাচ (উইকেটকিপার ও সাধারণ ফিল্ডার হিসেবে) ধরার রেকর্ড গড়েছিলেন। কারণ ফিল্ডার হিসেবে ধোনি এর আগে চারটি ক্যাচ নিয়েছিলেন।

এদিকে উইকেটরক্ষক হিসেবে আইপিএলে ধোনির চেয়ে ক্যাচ বেশি নিলেও মোট ডিসমিসালে ধোনির চেয়ে পিছিয়ে কার্তিক। উইকেটরক্ষক হিসেবে কার্তিক ক্যাচ নিয়েছেন ১০৩টি। স্টাম্পিং করেছেন ৩০টি। ধোনি ১০০টি ক্যাচ নেওয়া ছাড়াও স্ট্যাম্পিং করেছেন ৩৯টি।

এবারের আইপিএলে ধোনি আরেকটি কীর্তি গড়েছিলেন। সুরেশ রায়নাকে টপকে আইপিএলের সর্বোচ্চ ম্যাচ খেলা ক্রিকেটার তিনি। রায়না খেলেছিলেন ১৯৩ ম্যাচ। আর পাঞ্জাবের বিপক্ষে সর্বশেষ ম্যাচ মিলিয়ে ধোনির ম্যাচ সংখ্যা ১৯৫।

ঢাকা/কামরুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়