ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে আলবা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৪, ৫ অক্টোবর ২০২০  
অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে আলবা

জর্দি আলবা

মাংসপেশীর চোট নিয়ে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন জর্দি আলবা। তাদের ডিফেন্ডারকে নিয়ে সোমবার এই তথ্য নিশ্চিত করেছে বার্সেলোনা।

রোববার সেভিয়ার বিপক্ষে ন্যু ক্যাম্পে মাঠে নেমে চোট পান আলবা। ম্যাচটি শেষ হয় ১-১ গোলের ড্রয়ে। 

অস্বস্তি নিয়ে কিছুক্ষণ খেলার পর ৭৫ মিনিটে স্বেচ্ছায় বদলি হয়ে মাঠ ছাড়েন ৩১ বছর বয়সী এই লেফট ব্যাক। তাতে প্রথম আমেরিকান হিসেবে বার্সেলোনার জার্সিতে মাঠে নামেন সের্জিনো দেস্ত।

আলবার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর এক বিবৃতি দিয়েছে বার্সেলোনা, ‘সকালে করা পরীক্ষায় জর্দি আলবার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের মাংসপেশীতে চোট ধরা পড়েছে। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত তিনি মাঠের বাইরে ছিটকে গেলেন। চোটের অবস্থা বুঝে তাকে খেলতে দেওয়া হবে।’

স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো বলেছে, এই ধরনের চোটে সাধারণত তিন সপ্তাহের মতো লাগে সেরে উঠতে। তাতে ২৫ অক্টোবর মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় অনিশ্চিত এই স্প্যানিশ ডিফেন্ডারের খেলা। এর আগে ১৮ অক্টোবর গেতাফের বিপক্ষে লিগ ম্যাচে মুখোমুখি হবে বার্সা।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়