ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনায় বার্সার বড় লোকসান, কমেছে রাজস্ব

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৩, ৫ অক্টোবর ২০২০   আপডেট: ২৩:৩৩, ৫ অক্টোবর ২০২০
করোনায় বার্সার বড় লোকসান, কমেছে রাজস্ব

করোনাভাইরাস মহামারির কারণে ২০১৯-২০ অর্থবছরে ক্লাবের ৯ কোটি ৭০ লাখ ইউরো লোকসান হয়েছে বলে বার্সেলোনা ঘোষণা দিয়েছে। এছাড়া ২০ কোটি ইউরোর বেশি রাজস্ব কমে যাওয়ার জন্যও তারা দায়ী করেছে এই মহামারিকে। সোমবার স্প্যানিশ ক্লাবটি গত অর্থবছরের হিসাব প্রকাশ করলে এসব তথ্য জানা গেছে।

সাড়ে ৮৫ কোটি রাজস্ব নিয়ে গত অর্থবছর শেষ করেছে কাতালান ক্লাব। অথচ তাদের লক্ষ্য ছিল প্রথম ক্লাব হিসেবে রেকর্ড ১০৫ কোটি ৯০ লাখ ইউরো রাজস্ব অর্জন করা, যা হয়নি করোনার কারণে। বার্সা তাদের ব্যয় ৭ কোটি ৪০ লাখ কমিয়েছে। তারপরও বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন তারা। বার্সার তথ্য অনুযায়ী, করোনাভাইরাস মহামারি না হলে ক্লাব ৯ কোটি ৭০ লাখ ইউরো লোকসানের চেয়ে ২০ লাখ ইউরো লাভ করতো।

অবশ্য গত মৌসুম ৩০ জুনেরও বেশি সময় ধরে চলায় ওই সময়ের পরবর্তী লাভ-লোকসানের হিসাব ২০২০-২১ অর্থবছরে যুক্ত হয়েছে। নতুন অর্থবছরে প্রাথমিকভাবে ৭৯ কোটি ১০ লাখ ইউরো রাজস্ব অর্জন হবে বলে ধারণা করা হচ্ছে।

বার্সেলোনার অর্থনীতি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট জর্দি মোয়াক্স গত বছরের আর্থিক হিসাব জানান। এক বিবৃতিতে ক্লাব জানিয়েছে, করোনা মহামারির কারণে পুরো ক্রীড়া শিল্প ক্ষতির সম্মুখীন। তা থেকে বাঁচতে পারেনি অন্য ক্লাবগুলোও। তিন মাস ধরে খেলা বন্ধ থাকার পর তা মাঠে গড়ালেও হয়েছে দর্শকশূন্য স্টেডিয়ামে।

আগামী ২৫ অক্টোবর নির্ধারিত সাধারণ সমাবেশে প্রতিনিধি সদস্যদের কাছে এই হিসাব অবশ্যই জমা দিতে হবে। তারাই এর অনুমোদন দেবেন।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়