ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গায়েব ম্যানসিটির টুইটার অ্যাকাউন্ট

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৭, ৭ অক্টোবর ২০২০   আপডেট: ১৮:০১, ৭ অক্টোবর ২০২০
গায়েব ম্যানসিটির টুইটার অ্যাকাউন্ট

বুধবার সকালের দিকে ম্যানচেস্টার সিটির টুইটার অ্যাকাউন্টে যারা ঢোকার চেষ্টা করেছেন, তাদের হতাশ হতে হয়েছে। কেউ কেউ অবাকও হয়েছেন। কারণ তারা শুধু একটি ব্ল্যাংক স্ক্রিন দেখতে পেয়েছেন এবং সেখানে লেখা ছিল একটি বার্তা- ‘এই অ্যাকাউন্টের অস্তিত্ব নেই।’

এদিন কিছু সময়ের জন্য গায়েব হয়ে গিয়েছিল ম্যানচেস্টার সিটির টুইটার অ্যাকাউন্ট। এটি ডিলিট কিংবা সরিয়ে ফেলা হয়েছিল কি না কিংবা হ্যাকিংয়ের শিকার কি না তা স্পষ্ট নয়। বিষয়টি নজরে আসার পর পর এ নিয়ে তদন্ত শুরু করে প্রিমিয়ার লিগ জায়ান্টরা।

পেপ গার্দিওলার দল পরে নিশ্চিত করেছে তাদের টুইটার প্রোফাইল গায়েব হওয়ার পেছনে কোনও অপরাধমূলক কার্যক্রম হয়নি। এটা ছিল কেবলই টেকনিক্যাল সমস্যা। দ্রুত এই সমস্যা ঠিক করা হয় এবং তা আবার চালু হয়।

তবে এই ঘটনা বেশ শোরগোল ফেলেছে ম্যানসিটি ও তাদের প্রতিদ্বন্দ্বী ক্লাব ভক্তদের মাঝে। এক টুইটার ব্যবহারকারী মজা করে লিখেছেন, ‘সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট তৈরির জন্য ইতিহাদ স্টেডিয়ামের ক্লাবটির বয়স এখনও অনেক অল্প। তারা এখানে প্রতিষ্ঠিত হয়েছিল ২০০৮ সালে।’

আরেকজন লিখেছেন, ‘চ্যাম্পিয়নস লিগ জেতার চেয়েও বেশিবার টুইটারে নিষিদ্ধ হলো ম্যানসিটি।’ একজনের মন্তব্য ছিল এমন, ‘কেউ বললো ম্যানসিটি টুইটারে নিষিদ্ধ হয়েছে, কারণ এখানে নিবন্ধনের জন্য আপনাকে ১২ বছরের বেশি বয়সী হতে হবে।’ 

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়