ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

প্রত্যেকে লিভারপুলের পতন দেখতে চায়: ফন ডাইক

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৬, ৭ অক্টোবর ২০২০   আপডেট: ১৫:৪৬, ৮ অক্টোবর ২০২০
প্রত্যেকে লিভারপুলের পতন দেখতে চায়: ফন ডাইক

ভার্জিল ফন ডাইক

চ্যাম্পিয়ন দলের মতো প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করেছিল লিভারপুল। প্রথম তিন ম্যাচ জিতে উড়ছিল তারা। তবে সবশেষ দুই ম্যাচের পারফরম্যান্সে তারা যেন পথহারা পথিক। আন্তর্জাতিক বিরতির আগে লিগের চতুর্থ ম্যাচে অ্যাস্টন ভিলার কাছে ৭-২ গোলে হেরে বিধ্বস্ত অল রেডরা। ইংলিশ চ্যাম্পিয়নদের জন্য এখন ‘চ্যালেঞ্জিং সময়’, কারণ প্রত্যেকে তাদের পতন দেখতে চায় বলে অভিমত ডিফেন্ডার ভার্জিল ফন ডাইকের।

তিন দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে গত মৌসুমে লিভারপুলকে লিগ চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন নেদারল্যান্ডসের সেন্টার ব্যাক। মৌসুমের শুরুটাও হয়েছে দুর্দান্ত। কিন্তু গত বৃহস্পতিবার চতুর্থ রাউন্ডে টটেনহ্যাম হটস্পারের কাছে টাইব্রেকারে হেরে লিগ কাপ থেকে বিদায় নিয়ে ছন্দপতন হয় তাদের। তিন দিন পরে গত আসরের শেষ দিনে অবনমন এড়ানো অ্যাস্টনের কাছে অবিশ্বাস্য হার মানতে হয় ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের।

সময়টা তাই চ্যালেঞ্জিং মনে করছেন ফন ডাইক। ২০১৯ সালের উয়েফা বর্ষসেরা খেলোয়াড়ের বিশ্বাস, এই চ্যালেঞ্জ মোকাবিলা করে লিভারপুল ঘুরে দাঁড়াবে। বিবিসির এডি হার্নের ‘নো প্যাশন, নো পয়েন্ট’ পডকাস্টে ২৯ বছর বয়সী সেন্টার ব্যাক বলেছেন, ‘আমি মনে করি শীর্ষস্থান ধরে রাখা খুব কঠিন কাজ। যখন আপনি শীর্ষে পৌঁছাবেন, তখন প্রত্যেকে আপনার পতন দেখতে চাইবে। জীবনটা এমনই, বিশেষ করে এখনকার দিনে।’

ফুটবল ক্যারিয়ার শেষ হওয়ার আগে নিজের সর্বোচ্চটা দিয়ে যাওয়ার প্রত্যয় ফন ডাইকের। ২০১৯ সালের চ্যাম্পিয়নস লিগ জয়ী লিভারপুলের এই ডিফেন্ডার বলেছেন, ‘অবসরের আগ পর্যন্ত আমি আমার সর্বোচ্চটা দিয়ে যেতে চাই এবং তারপর কোনও আফসোস থাকবে না। ক্যারিয়ার শেষে আমি কোনও ধরনের অনুশোচনায় ভুগতে চাই না। আমার মতে, সেটা হবে খুব খারাপ অনুভূতি। সামনে চ্যালেঞ্জিং সময় আসছে। আমরা চ্যাম্পিয়ন এবং এটা মনে রেখে আমাদের উচিত উপভোগ করা এবং লড়াই করে যাওয়া।’

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়