ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

মেসির গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩০, ৯ অক্টোবর ২০২০   আপডেট: ০৮:৩৩, ৯ অক্টোবর ২০২০
মেসির গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

কাতার বিশ্বকাপ-২০২২ এর বাছাইপর্বে মাঠে নেমেছে আর্জেন্টিনা। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ ইকুয়েডর। বাংলাদেশ সময় সকাল ৬টা ৪০ মিনিটে শুরু হয়েছে ম্যাচটি। ইতোমধ্যে প্রথমার্ধের খেলা শেষ হয়েছে। আর্জেন্টিনা ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।

ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের ১৪ মিনিটেই এগিয়ে যায় আর্জেন্টিনা। এ সময় বক্সের মধ্যে আর্জেন্টিনার লুকাস ওকামপোসকে ফাউল করেন ইকুয়েডরের পেরভিস ইস্তুপিনান। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। 

যথারীতি পেনাল্টি নিতে আসেন লিওনেল মেসি। তবে তিনি হতাশ করেননি। ম্যাজিক্যাল বাম পায়ের শটে ডানপাশ দিয়ে বল জালে পাঠান মেসি। আর এগিয়ে যায় আর্জেন্টিনা।

প্রথমার্ধের বাকি সময়ে অবশ্য এই গোলটি শোধ দিতে পারেনি ইকুয়েডর। আর আর্জেন্টিনাও পারেনি ব্যবধান বাড়াতে। তাতে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে গিয়েছে মেসি-মার্টিনেজরা।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়