ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

একদিন রিয়ালে খেলার স্বপ্ন দেখেন পগবা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৮, ৯ অক্টোবর ২০২০  
একদিন রিয়ালে খেলার স্বপ্ন দেখেন পগবা

পল পগবা

এই মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে পল পগবার চুক্তি শেষ হচ্ছে। প্রাথমিক চুক্তিতে তা আরও এক আসর বাড়ানোর পথ খোলা রেখেছে প্রিমিয়ার লিগ ক্লাব। যদিও এটি অনিশ্চয়তায় মধ্যে রয়েছে। চুক্তি নবায়ন হবে কি হবে না জানা নেই তার। কিন্তু একদিন রিয়াল মাদ্রিদে খেলার স্বপ্ন দেখেন বিশ্বকাপ জয়ী ফরাসি মিডফিল্ডার।

পগবার এই স্বপ্ন পূরণ হবে কি না তা অজানা। তবে যতদিন ম্যানইউতে আছেন, ততদিন ক্লাবকে উপযুক্ত জায়গায় নিতে সবকিছু করবেন মাঝমাঠের ২৭ বছর বয়সী এই খেলোয়াড়। ২০১৬ সালে তখনকার রেকর্ড ফি সাড়ে ১০ কোটি ইউরোতে জুভেন্টাস থেকে ওল্ড ট্র্যাফোর্ডে ফিরেছিলেন পগবা, করেছিলেন পাঁচ বছরের চুক্তি। তা শেষ হচ্ছে ২০২১ সালের জুনে। সেটা বেড়ে ২০২২ সাল পর্যন্ত করা নিয়ে এখন পর্যন্ত ম্যানইউর সঙ্গে আলোচনা হয়নি তার।

রাশিয়া বিশ্বকাপ ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করে ৩-১ এ ফ্রান্সকে এগিয়ে দেওয়া পগবা এখন আন্তর্জাতিক ফুটবল খেলতে দেশে। রোববার প্যারিসে পর্তুগালের বিপক্ষে নেশনস লিগের গ্রুপ ম্যাচে নামার আগে বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে ছিলেন তিনি। সেখানে ক্লাব ভবিষ্যৎ নিয়ে বেশি কথা বলতে হলো তাকে। চুক্তি নবায়নের ব্যাপারে জানতে চাইলে পগবা বলেছেন, ‘কেউ আমাকে কোনও কিছু বলেনি। আমি এড উডওয়ার্ডের (ইউনাইটেড নির্বাহী সহসভাপতি) সঙ্গে কথা বলিনি। নতুন চুক্তির ব্যাপারে কোনও কথা হয়নি আমাদের।’

এই মুহূর্তে ম্যানইউতে সেরা ফর্মে ফেরার লক্ষ্য ঠিক করেছেন জুভেন্টাসের সাবেক মিডফিল্ডার, ‘এই মুহূর্তে আমি ম্যানইউতে আছি এবং আমার সেরা ফর্ম ফিরে পেতে মনোযোগ দিচ্ছি। আমি মনে করি কোনও এক সময় ক্লাব এসে আমার সঙ্গে কথা বলবে এবং আমাকে কোনও প্রস্তাব দেবে, আবার নাও দিতে পারে।’

রিয়ালে যাওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠলো সংবাদ সম্মেলনে, যে ক্লাবের সঙ্গে তার আলোচনার কথা শোনা গিয়েছিল কয়েকবার। পগবা কোনও রাখঢাক না রেখে জবাব দিলেন, ‘সব ফুটবল খেলোয়াড় রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে ভালোবাসবে। এটা সবার জন্য একটা স্বপ্ন, আমার জন্যও। কেন নয়? হয়তো বা কোনও একদিন।’

আপাতত ম্যানচেস্টারে সময়টা উপভোগ করতে চান পগবা, ‘আমি ম্যানচেস্টারে আছি এবং আমার ক্লাবকে ভালোবাসি। মজা লাগে এখানে এবং এই ক্লাবকে তার যথাযোগ্য অবস্থানে রাখতে আমি সবকিছু করতে চাই।’

এই মৌসুমে ইউনাইটেডের শুরুটা হয়েছে বাজেভাবে। প্রথম তিন প্রিমিয়ার লিগের মাত্র একটি জিতেছে তারা। আন্তর্জাতিক বিরতির আগে শেষ ম্যাচে টটেনহ্যাম হটস্পারের কাছে ৬-১ গোলে বিধ্বস্ত হয়ে পয়েন্ট টেবিলে ১৬তম দল ম্যানইউ।

আগস্টে করোনায় আক্রান্ত হয়ে সেল্ফ আইসোলেশনে থেকে সুস্থ হওয়ার পর পগবা তিনটি লিগ ম্যাচের একাদশেই ছিলেন। এই মৌসুমে নিজের প্রথম গোলও করেছেন তিনি, ইংলিশ লিগ কাপের চতুর্থ রাউন্ডে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে ৩-০ গোলে ম্যাচটি জিতে কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার ক্লাব। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিদ্বন্দ্বী প্রিমিয়ার লিগ ক্লাব এভারটন।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়