ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

বার্সার বর্তমান স্কোয়াড নিয়ে খুশি কোমান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫০, ৯ অক্টোবর ২০২০  
বার্সার বর্তমান স্কোয়াড নিয়ে খুশি কোমান

অনেক চড়াই-উতরাই পেরিয়ে নতুন মৌসুম শুরু করেছে কাতালান ক্লাব বার্সেলোনা। গত মৌসুমে লা লিগার শিরোপা হারানো, চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে লজ্জাজনক বিদায়, লিওনেল মেসি বিতর্ক; সব কাটিয়ে নতুন মৌসুমে নতুন আঙ্গিকে শুরু করেছে দলটি। নতুন মৌসুমে খেলা ছয় ম্যাচের পাঁচটিতে জয়ের দেখা পেয়েছে বার্সা। তবে ড্র করেছে শেষ ম্যাচে। পয়েন্ট খোঁয়ালেও বার্সা কোচ রোনাল্ড কোমান জানিয়েছেন, বর্তমান স্কোয়াড নিয়ে খুশি তিনি।

এফসি বার্সেলোনার ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে কোমান বলেন, ‘আমাদের যে স্কোয়াড আছে, সেটি নিয়ে আমি খুশি। আমরা উন্নতির জন্য কাজ করে যাচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে সফল হয়েছি, কিছু ক্ষেত্রে এখনো না। এক্ষেত্রে ক্লাবের আর্থিক টানাপোড়েন সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। আমাদের এটা মেনে নিতে হবে এবং আরও বেশি পরিশ্রম করতে হবে।’

এই দল নিয়ে কোন ফরমেশনে খেলার পরিকল্পনা করছেন, সেই বিষয়েও কথা বলেছেন কোমান। তিনি বলেন, ‘আমাদের এখন যে স্কোয়াড এবং খেলোয়াড়রা আছেন, তাদের নিয়ে ৪-২-৩-১ ফরমেশনে খেলাটাই সেরা হবে। আমরা ফুটবলারদের প্রতিভা এবং যোগ্যতা বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছি।’

এদিকে এবারের চ্যাম্পিয়নস লিগের ড্রতে শক্তিশালী জুভেন্টাসের সঙ্গে ‘জি’ গ্রুপে পড়েছে বার্সেলোনা। টানা আটবারের সিরি আ চ্যাম্পিয়নদের চেয়েও গ্রুপে নিজেরা সেরা বলে মনে করছেন বার্সার ডাচ কোচ। যদিও জুভেন্টাসকে শক্তিশালী দল বলেই মানেন কোমান।

তার ভাষ্যে, ‘ইউসিএল? এটা খুব গুরুত্বপূর্ণ শিরোপা। তাত্ত্বিকভাবে হিসেব করলে, আমরা আমাদের গ্রুপের সবচেয়ে সেরা দল, কিন্তু আমাদের সেটি প্রমাণ করতে হবে। জুভেন্টাস প্রতি বছরই প্রমাণ করে যাচ্ছে, তাদের একটা শক্তিশালী দল রয়েছে। বিশেষ করে রোনালদোর মতো অভিজ্ঞ এবং সেরা খেলোয়াড় আছে তাদের।’

ঢাকা/কামরুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়