ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সুলশারের উৎসাহে ম্যানইউতে কাভানি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৬, ১১ অক্টোবর ২০২০  
সুলশারের উৎসাহে ম্যানইউতে কাভানি

কোচ উলা গুনার সুলশারের সঙ্গে আলাপের পর তার উৎসাহে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি করতে অনুপ্রাণিত হয়েছেন বলে এদিনসন কাভানি জানালেন।

গত মার্চে ফ্রি এজেন্ট হিসেবে প্যারিস সেন্ত জার্মেই ছাড়েন কাভানি। এই মৌসুমে দলবদলের শেষ দিনে দুই বছরের জন্য ম্যানইউর সঙ্গে চুক্তি করেন তিনি।

ম্যানইউর ওয়েবসাইটে কাভানি বলেছেন, ‘হ্যাঁ, কোচের সঙ্গে আমার কথা হয়েছিল। সত্যি কথা বলতে, ওই আলাপচারিতা আমাকে ইউনাইটেডে আসতে উৎসাহিত করেছে।’

কী কী বিষয়ে কথা হয়েছিল জানালেন উরুগুয়ান স্ট্রাইকার, ‘আমরা বিভিন্ন বিষয়ের মানসিক দিক সম্পর্কে কথা বলেছি। প্রত্যেক ম্যাচের জন্য কিভাবে প্রস্তুত হওয়া যায়, কিসের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, দলের মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ এসব বিষয়ে কথা হয়েছে।’

দুজনের চিন্তাধারায় অনেক মিল রয়েছে বললেন কাভানি, ‘আমরা যেসব বিষয়ে আলোচনা করেছি সেগুলোর অধিকাংশের ব্যাপারে আমরা সম্মত হয়েছি। আত্ম-উৎসর্গ, সতীর্থদের প্রতি অঙ্গীকার, প্রতিযোগিতাপূর্ণ মানসিকতা তৈরি এবং একসঙ্গে থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারেও আমাদের চিন্তার মিল রয়েছে।’

প্রিমিয়ার লিগে এবারের প্রথম তিন ম্যাচ শেষে ১৬তম স্থানে মাত্র একটি জয় পাওয়া ইউনাইটেড। আন্তর্জাতিক বিরতির পর ফিরে ক্লাবটির জার্সি পরতে মুখিয়ে তিনি। টেবিলের উপরের দিকে দলকে নিতে সহায়তা করতে চান ৩৩ বছর বয়সী স্ট্রাইকার।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়