ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নিজের রেকর্ড স্পর্শ করায় নাদালকে শুভেচ্ছা ফেদেরারের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২১, ১২ অক্টোবর ২০২০  
নিজের রেকর্ড স্পর্শ করায় নাদালকে শুভেচ্ছা ফেদেরারের

টেনিস কোর্টে একজন অপরজনের চরমতম প্রতিদ্বন্দ্বী। কোর্টের খেলায় একে অপরকে এক ফোঁটাও ছাড় দিতে রাজি নন। কিন্তু কোর্টের বাইরে তাদের চলাফেরা, কথা বার্তা, অন্তরঙ্গতা দুইজনের মধ্যে দারুণ বন্ধুত্বতা প্রকাশ করে। আর তাইতো নিজের রেকর্ডে ভাগ বসানো সত্ত্বেও রাফায়েল নাদালকে শুভেচ্ছা জানাতে একদমই দেরি করেননি রজার ফেদেরার।

ওপেন টেনিস যুগে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ী টেনিসার ছিলেন কেবল রজার ফেদেরার। এই ৩৭ বছর বয়সী সুইস টেনিসার জিতেছিলেন বিশটি গ্র্যান্ড স্ল্যাম। কিন্তু রোববার রোলাঁ গারোঁয় বর্তমান বিশ্বের শীর্ষ বাছাই নোভাক জোকোভিচকে উড়িয়ে দিয়ে ফেদেরারের পাশে জায়গা করে নিলেন নাদাল। ফ্রেঞ্চ ওপেনে নিজের ১৩তম শিরোপার সুবাদে নাদালের মোট গ্র্যান্ড স্ল্যাম সংখ্যা দাঁড়ালো বিশে।

জোকোভিচকে ফাইনালে স্রেফ উড়িয়ে দিয়েছেন নাদাল। প্রথম সেটে ৬-০, দ্বিতীয় সেটে ৬-২ গেমে জিতেছেন। কেবল লড়াই করতে হয়েছে তৃতীয় সেটে। তাও নাদাল জিতেছেন ৭-৫ গেমে। নাদালের এমন কীর্তির পর তাকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তা দিয়েছেন ফেদেরার।

৩৩ বছর বয়সী নাদালকে নিয়ে ফেদেরার বলেন, ‘একজন ব্যক্তি এবং চ্যাম্পিয়ন হিসেবে আমার বন্ধু রাফার প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা রয়েছে। বছরের পর বছর ধরে আমার বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে, আমি বিশ্বাস করি, আমরা দুইজন একে অপরকে আরও ভালো খেলোয়াড় হিসেবে নিজেদের গড়ে তুলতে সাহায্য করেছি।’

‘আমার জন্য এটা বিরাট সম্মানের যে, আমি তাকে ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে রোঁলা গাঁরোতে অবিশ্বাস্যভাবে ১৩টি শিরোপা জয়, অসাধারণ। আমার মনে হয় ক্রীড়া জগতে এটা অনন্য এক অর্জন।’

‘আমি এটার জন্য তার দলকেও শুভেচ্ছে জানাতে চাই। কারণ, কেউ একা কখনো এটা জিততে পারে না। আমি আশা করি, আমাদের দুইজনের জন্য ২০টি গ্র্যান্ড স্ল্যাম নতুন ভ্রমণের পথে প্রথম ধাপ। ওয়েল ডান, রাফা। তুমি এটার প্রাপ্য।’

ঢাকা/কামরুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়