ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নারিনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহে কলকাতার বিস্ময়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৪, ১২ অক্টোবর ২০২০  
নারিনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহে কলকাতার বিস্ময়

ছয় ম্যাচ খেলার পর কেন সুনীল নারিনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হলো, তা স্পষ্ট নয় কলকাতা নাইট রাইডার্সের কাছে। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে আইপিএলে দারুণ জয়ের পর দলের অফস্পিনারের বোলিং নিয়ে রিপোর্ট করায় সোমবার বিস্ময় প্রকাশ করেছে সাবেক চ্যাম্পিয়নরা।

গত শনিবার শেখ জায়েদ স্টেডিয়ামে পাঞ্জাবকে দুই রানে হারায় কলকাতা। ওই ম্যাচের ১৮তম ও শেষ ওভারে দারুণ বোলিংয়ে দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নারিন। ওই ম্যাচে তার বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট করেন অনফিল্ড আম্পায়াররা। তাকে রাখা হয় সতর্কতা তালিকায়। আরেকবার তার অ্যাকশন নিয়ে রিপোর্ট করা হলে বিসিসিআইর সন্দেহজনক বোলিং অ্যাকশন কমিটির অনুমোদন ছাড়া আর এই আসরে খেলতে পারবেন না ক্যারিবিয়ান অলরাউন্ডার। যদিও এখন পর্যন্ত এই কমিটির অস্তিত্ব দেখা যায়নি।

ম্যাচ অফিসিয়ালদের রিপোর্টের একদিন পর কলকাতা এক বিবৃতিতে বিস্ময় প্রকাশ করেছে, ‘ফ্রাঞ্চাইজি ও নারিনের জন্য এই খবর বিস্ময়কর ছিল, ২০১২ সাল থেকে তিনি আইপিএলে ১১৫টির বেশি ম্যাচ খেলেছেন এবং ২০১৫ সাল থেকে ৬৮ ম্যাচ, যখন আইপিএলে শেষবার তার বোলিং নিয়ে সন্দেহজনক অ্যাকশনের রিপোর্ট করা হয়। পরে আইসিসির অধিভুক্ত ফ্যাসিলিটি এসআরএএসএসসি তাকে নিষ্কৃতি দেয়।’

বিবৃতিতে আরও যুক্ত করা হয়েছে, ‘এই আসরে তিনি ষষ্ঠ ম্যাচ খেলছিলেন, এখন পর্যন্ত ম্যাচ অফিসিয়ালরা আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে কোনও উদ্বেগের কথা জানায়নি।’

২০১৪ সালেও ৩২ বছর বয়সী অলরাউন্ডারের বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়, যখন তিনি কলকাতার হয়ে খেলছিলেন বর্তমানে বিলুপ্ত টুর্নামেন্ট চ্যাম্পিয়নস লিগে।

তবে আইপিএল কমিটির এই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে কলকাতা বলেছে, এ বিষয় নিয়ে তারা খুব কাছ থেকে কাজ করবে। বিবৃতিতে তারা জানিয়েছে, ‘আমরা আশাবাদী যে দ্রুত এই বিষয়ের সমাধান হবে। এই বিষয়ে আইপিএলের সহযোগিতা আমরা কামনা করছি।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়