ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

প্রস্তুতিতে কমতি রাখলেন না তামিম, ইয়াসিররা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৯, ১২ অক্টোবর ২০২০   আপডেট: ২২:৫৪, ১২ অক্টোবর ২০২০
প্রস্তুতিতে কমতি রাখলেন না তামিম, ইয়াসিররা

বিসিবি প্রেসিডেন্টস কাপের পর্দা উঠার একদিন আগে ২২ গজে ঝড় তুলেছিলেন তামিম ইকবাল। দেশসেরা ওপেনারের হাতে সেদিন বাঁচেননি স্পিনার, পেসার কেউ।অনুশীলনেই বোঝা যাচ্ছিল, প্রচণ্ড রান ক্ষুধায় রয়েছেন তামিম।

বাঁহাতি ওপেনারের অপেক্ষার পালা ফুরাচ্ছে। মঙ্গলবার নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে তামিম একাদশ। প্রতিপক্ষ মাহমুদউল্লাহ একাদশ। মিরপুর শের-ই-বাংলায় দুই দলের ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।

মাঠে নামার আগে শেষ প্রস্তুতিতে কমতি রাখেননি তামিম একাদশের খেলোয়াড়রা। কৃত্রিম আলোয় চলেছে কঠোর অনুশীলন। শেষ বিকেলে শুরু হওয়া অনুশীলন চলে রাত পর্যন্ত। মুস্তাফিজ, শরীফুল, সাইফউদ্দিনরা বল হাতে ছিলেন দুর্দান্ত। বিশেষ করে বাঁহাতি পেসার শরীফুল অনুশীলনেই ছিলেন ধ্রুপদী। নিজ দলের অধিনায়ক তামিমকেই আউট করেছেন তিনবার।

এনামুল হক বিজয়, তানজিদ হাসান তামিমরাও সেন্টার উইকেটে ব্যাটিং করেছেন। মিথুন, ইয়াসির আলী রাব্বীরাও শতভাগ নিবেদন দিয়ে প্রস্তুতি সেরেছেন। তামিম একাদশে রয়েছেন যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী।অনুশীলনে ছিলেন উইকেট রক্ষক এ ক্রিকেটারও। তবে প্রথম ম্যাচ তার খেলার সম্ভাবনা ক্ষীণ।

তামিমের দলে রয়েছে তিন উইকেট রক্ষক ব্যাটসম্যান। আকবরের সঙ্গে আছেন মিথুন ও বিজয়। তাদের টপকে একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। তবে দলের বিপর্যয়ে মিডল অর্ডারে তাকে নামতে দেখলে অবাক হওয়ার থাকবে না। প্রস্তুতিমূলক ম্যাচ হওয়ায় ১২ জন করে খেলানোর নিয়ম আছে। চাইলেই বাড়তি ব্যাটসম্যান বা বোলার খেলানো যাবে। 

এদিকে রোববার হারের পর অনুশীলনে ছিলেন না মাহমুদউল্লাহ একাদশের সবাই। প্রথম ম্যাচে মাহমুদউল্লাহ একাদশকে উড়িয়ে দেয় নাজমুল হোসেন শান্ত একাদশ। দ্বিতীয় ম্যাচে তারা ঘুরে দাঁড়াতে চাইবে নিশ্চয়ই। অপরদিকে তামিম একাদশ মুখিয়ে থাকবে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করার।

জাতীয় দলের দুই সিনিয়রের লড়াইয়ে মিরপুরে মঙ্গলবার খানিকটা উত্তাপ ছড়াবে তা বলাই যায়।

নিজেদের প্রস্তুতি নিয়ে তামিম সন্তুষ্ট, ‘প্রস্তুতি খুবই ভালো হয়েছে। দল হিসেবে আমরা বাড়তি দুই দিন অনুশীলন করতে পেরেছি, এদিক থেকে আমরা এগিয়ে আছি। আজও আমরা ভালো অনুশীলন করেছি। আশা করি কালকের ম্যাচ দারুণ হবে।’ 

দল নিয়ে তামিম বলেন, ‘অনূর্ধ্ব-১৯ দলের কিছু খেলোয়াড় আছে। ওদের সঙ্গে অনুশীলনের একটা অভিজ্ঞতাও হয়েছে। ওরা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কিভাবে কী করলো সে বিষয়েও কথা হয়েছে। এই আসরটি উত্তেজনাপূর্ণ হবে। প্রতিটি খেলোয়াড় রোমাঞ্চিত।’

ঢাকা/ইয়াসিন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়