ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘আমাকে ভুল প্রমাণ করো’, সুয়ারেজকে কোমান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৮, ১৩ অক্টোবর ২০২০   আপডেট: ১২:৫৩, ১৩ অক্টোবর ২০২০
‘আমাকে ভুল প্রমাণ করো’, সুয়ারেজকে কোমান

২০১৪ সালে বার্সেলোনায় যোগ দেওয়ার পর কাতালান ক্লাবটিকে ১৩টি শিরোপা জেতাতে সাহায্য করেছেন লুইস সুয়ারেজ। ক্লাবের ইতিহাসের তৃতীয় সেরা গোলস্কোরার হিসেবে জায়গা করে নিয়েছেন। সেই সুয়ারেজ বার্সেলোনা ছাড়ার সময় ক্লাব তাকে সম্মান দেখায়নি বলে অভিযোগ করেছিলেন ৩৩ বছর বয়সী এই উরুগুইয়ান ফরোয়ার্ড। অভিযোগ এনেছেন দলটির কোচ রোনাল্ড কোমানের প্রতিও।

এ বিষয়ে কথা বলেছেন ডাচ কোচ কোমান। তিনি জানিয়েছেন, বিষয়টি এমন ছিল না। তিনি চেয়েছিলেন, সুয়ারেজ ন্যু ক্যাম্পে থেকে নিজেকে প্রমাণ করুক। এই উরুগুইয়ানের সঙ্গে কোনো সমস্যাও ছিল না বলে জানিয়েছেন সুয়ারেজ।

সংবাদমাধ্যম এনওএসকে কোম্যান বলেন, ‘সুয়ারেজের ক্ষেত্রে যেটা হয়েছে, তার জন্য শুরুর একাদশে থাকাটা ছিল খুবই কঠিন। আর আমি তাকে সেটা জানাই। সে এটাকে সমস্যা মনে করেছে। কিন্তু তার সঙ্গে আদৌ আমার কোনো সমস্যা ছিল না।’

এদিকে ক্লাবের অন্য ফুটবলারের সঙ্গে ট্রেনিং না করিয়ে সুয়ারেজকে একাকী ট্রেনিং করতে বাধ্য করেছে কোমান, এমন অভিযোগও তুলেছেন সুয়ারেজ। এই বিষয়ে কোমান বলেন, ‘সে স্বাভাবিকভাবে ট্রেনিং করেছে। ভালোভাবে করেছে। অবশেষে সে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেয়। আমি তাকে বলেছিলাম কেবল তুমি যদি কোনো কারণে থেকে যাও তাহলে দলের অন্য সদস্যের মতোই একজন হিসেবে গণ্য হবে এবং আমাকে ভুল প্রমাণ করতে হবে তোমাকে।’

বার্সেলোনাকে নিয়ে নতুন করে পরিকল্পনা সাজাচ্ছেন দলটির কোচ কোমান। যেখানে উঠতি তরুণদের প্রতি ভরসা রাখতে চাচ্ছেন ৫৫ বছর বয়সী এই কোচ। কোমান বলেন, ‘আনসু ফাতি খেলছে। তার বয়স ১৭। আমাদের ১৭ বছর বয়সী পেদ্রিও আছে। সে সুযোগ পেয়েছে। রোনাল্ড আরাহোর বয়স ২১ বছর। ২০ বয়সী ত্রিনকাও এবং ১৯ বছর বয়সী সার্হিনো দেস্ত রয়েছে আমাদের। এরাই ক্লাবের ভবিষ্যত। আমি তাদের নিয়ে পরিকল্পনা করে এগুতে চাই।’

ঢাকা/কামরুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়