ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

৬৮ রান তুলতেই তামিমদের নেই ৬ উইকেট

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৫, ১৩ অক্টোবর ২০২০   আপডেট: ২০:০৯, ১৩ অক্টোবর ২০২০
৬৮ রান তুলতেই তামিমদের নেই ৬ উইকেট

বিসিবি প্রেসিডেন্টস কাপের দ্বিতীয় ম্যাচে মিরপুর শের-ই-বাংলায় ব্যাটিং করছে তামিম ইকবাল একাদশ। মাহমুদউল্লাহ রিয়াদ একাদশের আমন্ত্রণে ব্যাটিংয়ে তারা। দুপুর দেড়টায় ম্যাচটি শুরু হয়।

১৪ ওভার শেষে ৬ উইকেটে তামিম একাদশের রান ৬৯। সাইফ উদ্দিন ১ ও মাহাদি হাসান ১ রানে ব্যাটিং করছেন। 

সাজঘরে ফিরেছেন তামিম (২), তামিম (২৭), মিথনু (০), শাহাদাত হোসেন দিপু (১), মোসাদ্দেক হোসেন (৫) ও এনামুল হক বিজয় (২৫) ।  

৩ ওভার খেলা হওয়ার পর বৃষ্টির বাগড়ায় ১০৪ মিনিট খেলা বন্ধ ছিল। সাড়ে তিনটায় ম্যাচ পুনরায় মাঠে গড়ায়। সময় নষ্ট হওয়ায় ম্যাচ নেমে এসেছে ৪৭ ওভারে। 

ইবাদত হোসেনের করা প্রথম ওভারে ২ রান নিয়ে রানের খাতা খুলেছিলেন তামিম। তবে পরের ওভারেই তাকে ফিরতে হয় সাজঘরে। পেসার রুবেল হোসেনের ‘বানানা সুইং’ ডেলিভারিতে এলবিডব্লিউ হন বাঁহাতি ওপেনার। অভিজ্ঞ তামিম ইকবালের সঙ্গে পুচকে তামিমের ব্যাটিং দেখার জন্য মিরপুরে আলাদা রোমাঞ্চ তৈরি হয়েছিল। কিন্তু শুরুতেই তামিম ফিরে যাওয়ায় সেই রোমাঞ্চ অনেকটাই কমে গেছে। 

জুনিয়র তামিম শুরুটা ভালো করেছিলেন। তিন বাউন্ডারিতে ইনিংস বড় করার আভাস দিয়েছিলেন। কিন্তু রুবেলের গতিতে থেমে যায় তার ইনিংস। অনসাইডে হাল্কা ফ্লিক করতে গিয়ে ক্যাচ দেন মুমিনুলের হাতে। মিথুনকে এক বল পরই রুবেল সাজঘরের পথ দেখান। 

মাহমুদউল্লাহ ইবাদতকে রেখে বোলিংয়ে আনেন সুমন খান। এইচপির পেসার পরপর দুই ওভারে নেন শাহাদাত হোসেন দিপু ও মোসাদ্দেক হোসেনের উইকেট। একপ্রান্ত আগলে খেলে যাচ্ছিলেন বিজয়। কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে বিজয় ভুল শটে উইকেট উপহার দিয়ে আসেন। ৬৮ রানেই তামিমের একাদশ হারিয়েছে ৬ উইকেট। 

অনলাইনে ম্যাচটি সরাসরি দেখার সুযোগ আছে। এই লিংকে দেখা যাবে দুই দলের ম্যাচ। 

https://www.facebook.com/bcbtigercricket/videos/693371211562303

পাশাপাশি বাংলাদেশ বেতারেও পাওয়া যাচ্ছে ধারাভাষ্য। 

তামিম একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, শাহাদাত হোসেন দিপু, মোসাদ্দেক হোসেন, সাইফউদ্দিন, মাহাদি হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মিনহাজুল আবেদিন আফ্রিদি (সুপার সাব)।

মাহমুদউল্লাহ একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), নাইম শেখ, লিটন দাস, ইমরুল কায়েস, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, আমিনুল ইসলাম বিপ্লব, সুমন খান, রুবেল হোসেন, এবাদত হোসেন (সুপার-সাব)।

ঢাকা/ইয়াসিন/কামরুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়