ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ম্যানইউর বিপক্ষে একাদশ নিয়ে দুশ্চিন্তায় পিএসজি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১১, ১৬ অক্টোবর ২০২০  
ম্যানইউর বিপক্ষে একাদশ নিয়ে দুশ্চিন্তায় পিএসজি

আন্তর্জাতিক বিরতি শেষ। আবার মাঠে গড়াচ্ছে ঘরোয়া ফুটবল। গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড় চোটে থাকায় ভাঁজ পড়েছে প্যারিস সেন্ত জার্মেইর কপালে। জার্মান কোচ থমাস টুখেল বুঝেই উঠতে পারছেন না কী করবেন। আগামী মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে গতবারের রানার্সআপরা। এই ম্যাচে খেলার জন্য মাত্র ১১ খেলোয়াড় দলে আছে বললেন পিএসজি কোচ।

গত চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরেছিল পিএসজি। এবারও তারা ট্রফির লড়াইয়ে অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। কিন্তু শুরুতে তাদের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোট। ম্যানইউর বিপক্ষে পূর্ণ শক্তির দল নামানো নিয়ে শঙ্কায় টুখেল।

২০১৮-১৯ মৌসুমের শেষ ষোলোতে পার্ক দে প্রিন্সেসে প্রিমিয়ার লিগ ক্লাবটির কাছে হেরে বিদায় নিয়েছিল ফরাসি চ্যাম্পিয়নরা। ওই হারের প্রতিশোধ নেওয়ার মিশনের আগে শুক্রবার লিগ ওয়ানে নিমেসের মুখোমুখি হবে তারা। এই ম্যাচে মারকুইনহোস, হুলিয়ান ড্রাক্সলার, কলিন দাগবাকে নিয়ে বিরাট অনিশ্চয়তা রয়েছে। আন্তর্জাতিক বিরতিতে ব্যস্ত সময় পার করা নেইমার ও কাইলিয়ান এমবাপ্পে ফিট থাকলেও তাদের ওপর চাপ তৈরি করতে চান না কোচ।

থিলো কেহরার, হুয়ান বার্নাট ও মাউরো ইকার্দির অনুপস্থিতি নিশ্চিত করে বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে টুখেল বলেছেন, ‘নেইমার ও কাইলিয়ানকে নিয়ে আমাদের ভাবতেই হবে, গতকাল তারা প্রায় ৯০ মিনিট খেলেছে। দক্ষিণ আমেরিকানরা অনেক লম্বা সফরের মধ্যে ছিল। হয়তো ম্যাচ খেলার মতো খেলোয়াড় আমাদের দলে আছে ১১, ১২ কিংবা ১৩ জন।’

ম্যানচেস্টারের বিপক্ষে দল নিয়ে ভাবনার মধ্যে পিএসজি কোচ, ‘আমাদের দুর্ভাগ্য। ড্রাক্সলার ও মারকুইনহোসও ম্যানচেস্টারের বিপক্ষে শঙ্কায়। অনূধ্র্ব-২১ দলের সঙ্গে থাকা কলিন দাগবার পজিটিভ (করোনা পরীক্ষা) হয়েছিল। নেগেটিভ হলে হয়তো সে ফিরবে। কয়েক সপ্তাহ ধরে কেহরার চোটে। বার্নাট ও ইকার্দি ইনজুরিতে, এক সপ্তাহ আগে চোট পেয়েছে ইকার্দি। হাঁটুতে চোটটা সামান্য হলেও সে নিমেস ও ম্যানচেস্টারের বিপক্ষে খেলতে পারবে না।’

ক্রিস্টিয়ানো রোনালদো করোনায় আক্রান্ত হওয়ার আগে তার সঙ্গে পর্তুগাল ক্যাম্পে ছিলেন দানিলো পেরেইরা। তাই সেল্ফ আইসোলেশনে থাকতে হবে তাকে। ইনজুরিতে পড়ে চিকিৎসা নিচ্ছেন মার্কো ভেরাত্তি। একাদশ সাজানো নিয়ে বিরাট সমস্যার মধ্যে রয়েছেন টুখেল, ‘আমরা অনেক খেলোয়াড়কে দলে পাচ্ছি না। জেতার (নিমেসের বিপক্ষে) শুরুর একাদশ খুঁজে পাওয়া বড় চ্যালেঞ্জ, কারণ এই ম্যাচটি হবে ম্যানচেস্টারের বিপক্ষে মাঠের নামার সেরা প্রস্তুতি।’

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়