ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

হোবার্ট হারিকেন্সে শীর্ষ টি-টোয়েন্টি ব্যাটসম্যান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৫, ১৯ অক্টোবর ২০২০  
হোবার্ট হারিকেন্সে শীর্ষ টি-টোয়েন্টি ব্যাটসম্যান

ডেভিড মালান

আসন্ন বিগ ব্যাশ লিগে (বিবিএল) হোবার্ট হারিকেন্সের সঙ্গে চুক্তি করেছেন ইংল্যান্ডের ব্যাটসম্যান ডেভিড মালান। টুর্নামেন্টে ইংল্যান্ডের খেলোয়াড়দের পাওয়া নিয়ে অনিশ্চয়তার মধ্যে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা এই ব্যাটসম্যানকে পেলো হোবার্ট, যারা তাদের ইংলিশ ফাস্ট বোলার জোফরা আর্চারকে হারিয়েছে।

হোবার্টে মালান সতীর্থ হিসেবে পাবেন ডার্চি শর্ট ও ম্যাথু ওয়েডকে এবং একাদশে প্রথম তিন ব্যাটিং পজিশনের কোনও একটিতে খেলবেন তিনি। চুক্তির আনুষ্ঠানিকতা শেষে এই ব্যাটসম্যান বলেছেন, ‘বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় টি-টোয়েন্টি লিগ হিসেবে স্বীকৃতি বিগ ব্যাশ। হারিকেন্সে যোগ দিতে পেরে আমি রোমাঞ্চিত। অস্ট্রেলিয়ার ক্রীড়ার পুরো নীতি আমি ভালোবাসি। অজি দর্শকদের সামনে খেলাটা আমি সত্যিই উপভোগ করি।’

হোবার্টের প্রধান কোচ অ্যাডাম গ্রিফিতের অধীনে মিডলসেক্সেও খেলেছেন মালান। ইংলিশ ব্যাটসম্যানের প্রতিভার কথা উল্লেখ করে অস্ট্রেলিয়ান কোচ বলেছেন, ‘ডেভিডের মতো প্রতিভাবানকে পেয়ে আমি উত্তেজিত। দলে অভিজ্ঞতার মাত্রা ভারী হলো। আন্তর্জাতিক মঞ্চে টি-টোয়েন্টি ক্রিকেটে প্রমাণিত পারফর্মার তিনি। হারিকেন্সেও একই পারফরম্যান্সের পুনরাবৃত্তি আশা করছি তার কাছে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করায় সেপ্টেম্বরের শুরুতে র‌্যাংকিংয়ের শীর্ষে ওঠেন মালান।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়