ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বিদেশি ‘সুপারস্টার’ চায় বিসিবি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩২, ১৯ অক্টোবর ২০২০   আপডেট: ২১:৪০, ১৯ অক্টোবর ২০২০
বিদেশি ‘সুপারস্টার’ চায় বিসিবি

মধ্য নভেম্বরে ফিরবে ঘরোয়া ক্রিকেট। শুরু হবে প্রতিযোগিতামূলক ক্রিকেট। ৭৫ ক্রিকেটারকে নিয়ে পাঁচ দলের এই টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। করপোরেট প্রতিষ্ঠান এগিয়ে না আসায় তারা নিজ খরচে এ টুর্নামেন্ট চালাবে। বিদেশি ক্রিকেটারদের সুযোগ দেওয়া হবে কি না তা এখনও নিশ্চিত নয়। তবে বিসিবির প্রথম চাওয়া সুপারস্টার ক্রিকেটার। ভালোমানের বিদেশি না পেলে স্থানীয় ক্রিকেটার দিয়ে টুর্নামেন্ট চালাবে বোর্ড। 

বড় মাপের বিদেশি ক্রিকেটার খেলতে আগ্রহ দেখালেই কেবল তাদের অন্তর্ভুক্ত করবে বিসিবি। বোর্ডের পরিচালক ও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন সোমবার মিরপুরে বলেন, ‘আমরা চাই সুপারস্টাররা আসুক। তামিম, সাকিব, মাহমুদউল্লাহ, মুশফিক অর্থাৎ আমাদের যে টপ ক্রিকেটার আছে তাদের থেকে নিচু মানের কোনও খেলোয়াড় আসতে চাইলে আমরা বিবেচনায় নেবো না। ভালো খেলোয়াড় এলে আমরা বিবেচনায় রাখতে পারি। এখনও সেরকম কারও নাম পাইনি। যদি না পাই তাহলে স্থানীয় ক্রিকেটারদের নিয়েই ম্যাচ আয়োজন করবো।’

তারকা খেলোয়াড়কে সুযোগ দেওয়ার কারণ জানাতে গিয়ে খালেদ মাহমুদ বলেন, ‘আমরা যদি ওরকম মানের একজন করে আইকন খেলোয়াড় দিতে পারি, যারা মানসিকভাবে চাঙা তাদেরকে আমরা সুযোগ দেবো।’ 

পাঁচ দল তৈরি করছে বিসিবি। আগামী সপ্তাহে তারা আনুষ্ঠানিকভাবে সব তথ্য জানাবে। এরই মধ্যে ৭৫ ক্রিকেটারকে বাছাই করেছে বোর্ড। এ তালিকায় রয়েছে নিষেধাজ্ঞায় থাকা সাকিব আল হাসান ও প্রেসিডেন্টস কাপ না খেলা মাশরাফি বিন মুর্তজা। দেশের ক্রিকেটের দুই সুপারস্টার এ দুই টুর্নামেন্ট দিয়ে ফিরবেন মাঠে।

ঢাকা/ইয়াসিন/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়