RisingBD Online Bangla News Portal

ঢাকা     রোববার   ২৯ নভেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৫ ১৪২৭ ||  ১১ রবিউস সানি ১৪৪২

‘মেসির বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৫, ২০ অক্টোবর ২০২০   আপডেট: ১০:০৯, ২০ অক্টোবর ২০২০
‘মেসির বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই’

স্প্যানিশ লা লিগা মানে লিওনেল মেসির উজ্জ্বল পারফরম্যান্সের চিত্র। অন্তত গত এক যুগ ধরে সেই চিত্র দেখে আসছে ফুটবল বিশ্ব। কিন্তু চলতি লা লিগায় চিরচেনা ফর্মে নেই মেসি। বার্সেলোনাও পয়েন্ট তালিকায় নেই ভালো অবস্থানে। তবে বার্সা কোচ রোনাল্ড কোম্যান আশা করছেন শিগগিরই নিজের সেরা ছন্দে ফিরবে মেসি। এছাড়াও মেসি নিজের উন্নতির চেষ্টায় কাজ করে যাচ্ছেন বলে বার্সা অধিনায়কের বিপক্ষে কোনো অভিযোগ নেই বলেও জানান কোমান।

প্রাক মৌসুমের শুরুর দুই ম্যাচে উজ্জ্বল পারফরম্যান্স দেখিয়েছিলেন মেসি। তবে স্প্যানিশ লা লিগার নতুন মৌসুমে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে মাত্র ১টি গোল করতে পেরেছেন মেসি। এসিস্ট করতে পারেননি একটিও। তার দল বার্সেলোনাও নেই ভালো অবস্থানে। চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তালিকার নবম স্থানে বার্সা।

এমন অবস্থায় দাঁড়িয়ে মেসিকে নিয়ে কথা বলেছেন বার্সা কোচ কোমান। উয়েফা চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে দলের সেরা তারকাকে নিয়ে এই ডাচ কোচ বলেন, ‘হয়তো, এ মুহূর্তে মেসির খেলা আরও ভালো হতে পারত। তবে সে নিজে খুশি আছে, কঠোর পরিশ্রম করে যাচ্ছে এবং নিজ থেকেই নেতা হতে চায়। তার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই।’

সবশেষ শনিবার রাতে গেটাফের বিপক্ষে ম্যাচে ০-১ গোলে হেরেছে বার্সেলোনা। গোল দেখেনি মেসি। তবে সেক্ষেত্রে দুর্ভাগ্যের শিকার হয়েছেন এই তারকা, এমনটাই মনে করছেন কোমান। তিনি আরও যোগ করেন, ‘মেসির খানিক দূর্ভাগ্যও ছিল। গেটাফের বিপক্ষে ম্যাচটিতে তার শট পোস্টে লাগল। অথচ অন্যদিন এই শট ভেতরে ঢুকে যায়। তার পারফরম্যান্স নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আমি নিশ্চিত সামনের দিনগুলোতে আমরা তার সেরা পারফরম্যান্সের দেখা পাবো।’

ঢাকা/কামরুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়