RisingBD Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ০২ ডিসেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৮ ১৪২৭ ||  ১৫ রবিউস সানি ১৪৪২

ফুটবলে ফিরছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১১, ২০ অক্টোবর ২০২০   আপডেট: ০৯:২৩, ২১ অক্টোবর ২০২০
ফুটবলে ফিরছে বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর ফুটবলে ফিরছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নভেম্বরে দেশের মাটিতে নেপালের বিপক্ষে দুইটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বিষয়টি নিশ্চিত করেছে।

শিগগিরই শুরু হবে জাতীয় দলের অনুশীলন। দুইটি ম্যাচের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন ৩৬ সদস্যের দল বাছাই করেছে। অনুশীলনের আগে দলের সঙ্গে যোগ দেবেন কোচ জেমি ডে ও অধিনায়ক জামাল ভূঁইয়া। দুইজনই আছেন দেশের বাইরে।

করোনার প্রাদুর্ভাবের আগে দেশ ছেড়েছিলেন কোচ ও অধিনায়ক। আন্তর্জাতিক ম্যাচ না থাকায় জেমি ডের ঢাকায় আসা হয়নি। অন্যদিকে দীর্ঘ লকডাউনের পর জাতীয় দলের ক্যাম্প শুরু হলেও ডেনমার্ক থেকে আসার সুযোগ হয়নি জামাল ভূঁইয়ার।

১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে দুইটি ম্যাচ হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ম্যাচগুলো ফিফা টায়ার-১ আন্তর্জাতিক ম্যাচ।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়