ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

টেস্টে আফগানদের উন্নতির উপায় বললেন রশিদ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৩, ২০ অক্টোবর ২০২০  
টেস্টে আফগানদের উন্নতির উপায় বললেন রশিদ

আফগানিস্তানও টেস্ট খেলুড়ে দেশ হিসেবে উন্নতি করবে বলে আশাবাদী রশিদ খান। এজন্য বিশ্বের বড় দেশগুলোর বিপক্ষে তাদের বেশি করে খেলার সুযোগ দিতে হবে মনে করেন এই লেগস্পিনার।

২০১৭ সালে আইসিসির কাছ থেকে টেস্ট মর্যাদা পায় আফগানিস্তান। পরের বছর ভারতের বিপক্ষে পাঁচ দিনের ক্রিকেটে অভিষেক হয় তাদের। হার দিয়ে এই অধ্যায় শুরু হলেও ২০১৯ সালের মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম জয় পায়। চার ম্যাচে দ্বিতীয় জয় আসে বাংলাদেশের বিপক্ষে। অন্য ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে, যাতে হেরে গেছে তারা।

এই শীতে অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র টেস্ট খেলার কথা ছিল আফগানিস্তানের। কিন্তু করোনার কারণে তা স্থগিত হয়ে গেছে। সুযোগ নষ্ট হলেও এমন সূচি আরও বেশি করে চান ২২ বছর বয়সী রশিদ, ‘একজন বড় খেলোয়াড় হতে চাইলে আপনাকে সেরার বিপক্ষে খেলতে হবে।’ 

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে এবারের আইপিএল খেলছেন রশিদ। নিজের অভিজ্ঞতা দিয়ে উন্নতির এই উপায় বুঝতে পেরেছেন তিনি, ’১৭ বছর বয়সে যখন আইপিএল খেলতে এলাম, আমি খেলোয়াড়, তাদের অনুশীলন, ফিটনেস ও নেট সেশন দেখলাম। আরও ভালো এবং ধারাবাহিক পারফর্মার হতে কতটা খাটতে হয় তা উপলব্ধি করলাম।’

অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে খেলার বাসনা টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষ বোলারের, ‘আমরা পাঁচ বছরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুইবার খেলেছি, দুটি বিশ্বকাপে এবং ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষেও একই। আশা করি আমরা তাদের বিপক্ষে কিছু ম্যাচ খেলতে পারবো এবং দলের বাকি খেলোয়াড়রাও তাদের উন্নতির জন্য একই সুযোগ পাবে।’

আফগানিস্তানের সঙ্গে আয়ারল্যান্ডও একই বছরে টেস্ট মর্যাদা পেয়েছে। কিন্তু তারা সুযোগ পায়নি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার। এর বদলে তিন বছরে দুটি দলই খেলবে ১২টি করে টেস্ট।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়