ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ফুটবলার ওসামা বিন লাদেন, ভাই সাদ্দাম হোসেন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৭, ২১ অক্টোবর ২০২০  
ফুটবলার ওসামা বিন লাদেন, ভাই সাদ্দাম হোসেন

বিশ্বে ত্রাস ছড়িয়ে দিয়েছিলেন জঙ্গি গোষ্ঠী আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন। এই আলোচিত নামটি এবার ফুটবলেও আলোচনার তুঙ্গে। বলা হচ্ছে পেরুর ফুটবলার ওসামা বিন লাদেন জিমেনেজ লোপেজের কথা। সম্প্রতি দেশের যুব দলে ডাক পাওয়ার পর থেকে নামের কারণে খবরের শিরোনাম হয়েছেন এই তরুণ ফুটবলার।

এই সপ্তাহে পেরুভিয়ান দ্বিতীয় বিভাগীয় ক্লাব ইউনিয়ন কোমেরসিওতে ডাক পেয়েছেন ১৮ বছরের ওসামা। চুক্তি শেষে ক্লাব তাদের নতুন খেলোয়াড়ের নাম ও ফটো প্রকাশ করার পর সোশ্যাল মিডিয়ায় আলোচিত তিনি। টুইটারের পোস্টটি হয়েছে ভাইরাল, কারণ স্প্যানিশে ‘ভি’ বর্ণের উচ্চারণ হয় ‘বি’।

নাম যে ওসামা বিন লাদেন, তা নিয়ে কোনও সংশয় নেই। সের কাতালুনিয়ায় রেডিও শো ‘কুই থি জুগুয়েস’কে দেওয়া সাক্ষাৎকারে নিজেও স্বীকার করেছেন ওসামা। আল কায়েদার নিহত সাবেক জঙ্গি নেতার নামেই তার বাবা এই নামকরণ করেছেন বলে তিনি জানালেন। তার ভাইয়ের নামও রাখা হয়েছে আলোচিত ব্যক্তির নামে- সাদ্দাম হোসেন, ইরাকের সাবেক প্রেসিডেন্ট। তাদের বাবা আরেক ছেলের নাম রাখতে চেয়েছিলেন জর্জ বুশ, কিন্তু মেয়ে হওয়ায় সেই ইচ্ছা পূরণ হয়নি।

নামের পেছনের গল্প শোনালেন ওসামা, ‘আমার ভাইয়ের নাম সাদ্দাম হোসেন এবং আমার বাবা তৃতীয় সন্তানের নাম রাখতে চেয়েছিলেন জর্জ বুশ, কিন্তু মেয়ে হলো। যখন ওসামা বিন লাদেন টুইন টাওয়ার গুঁড়িয়ে দিয়েছিলেন, তখন সারা বিশ্বের খবর জুড়ে ছিল তার নাম এবং আমার জন্ম হয়েছিল ২০০২ সালের ৭ অক্টোবর।’

এই নাম নিয়ে শুরুতে অস্বস্তিতে ভুগতেন ওসামা, পরে অভ্যস্ত হয়ে গেছেন, ‘এখন আর কেউ কাউকে এই নামে ডাকে না। কিন্তু আমাকে ভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে এবং এটা স্বাভাবিক। আমার জার্সিতে লেখা ওসামা। আমি নাম পাল্টে ফেলার চিন্তা করেছিলাম, কিন্তু এখন আমি শান্ত।’

বিন লাদেনের নামে নামকরণ করলেও বাবার ওপর নাখোশ নয় ১৮ বছর বয়সী ফুটবলার, ‘আমার মনে হয় বাবা এই নাম পছন্দ করতেন। তাছাড়া পেরুতে হিটলার নামের একজন আছে। জিসাস পৃথিবীকে রক্ষা করেছিলেন এবং অনেক জিসাস আছেন, যারা ক্ষতি করে থাকে। একজন ওসামা অনেক মানুষকে হত্যা করেছিলেন বলে তার নাম রাখা যাবে না এমন কোনও আইন তৈরি করা উচিত। তবে এই নামটা অনেকের দৃষ্টি আকর্ষণ করে।’

ওসামার একটি ছেলে হয়েছে, নাম স্যান্টিয়াগো। দাদাকে যদি তার নাম রাখতে বলা হতো, তাহলে নিশ্চয় রাখতেন জর্জ বুশ!

সূত্র: মার্কা

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়