ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নাজমুলদের ধারাবাহিক পারফরম্যান্সের রহস্য ‘সুস্থ প্রতিযোগিতা’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১০, ২২ অক্টোবর ২০২০  
নাজমুলদের ধারাবাহিক পারফরম্যান্সের রহস্য ‘সুস্থ প্রতিযোগিতা’

চার ম্যাচের তিনটিতেই জয়। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনালে নাজমুল হোসেন শান্ত একাদশ। যে তিনটি জয় পেয়েছে নাজমুলরা, প্রত্যেকটিতে দাপট দেখিয়েছে। 

প্রতিযোগিতামূলক আয়োজন হলেও নাজমুল, মুশফিক, আফিফরা প্রতিদ্বন্দ্বীতা করেছেন দুর্দান্ত। আসরের ফাইনালেরও সেই রেণু ছড়িয়ে দিতে চান নাজমুল হোসেন। শিরোপা নির্ধারণী ম্যাচের আগে নাজমুল বলেন, ‘ভালো লাগছে এরকম একটা টুর্নামেন্টে ফাইনাল খেলতে পেরে। আমরা সবাই এ টুর্নামেন্ট অনেক উপভোগ করেছি। আশা করছি ফাইনালেও ভালো কিছুই হবে।’ 

দলগত পারফরম্যান্সের পাশাপাশি ব্যক্তিগত অর্জনে এগিয়েও নাজমুলরা। প্রতিযোগিতার একমাত্র সেঞ্চুরি এসেছে নাজমুল একাদশের উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের ব্যাট থেকে। আরেক ব্যাটসম্যান আফিফ হোসেন ধ্রুব ৯৮ রানের ঝলমলে ইনিংস খেলেছেন। মুশফিক ও আফিফ পরপর দুই ম্যাচে ধ্রুপদী জুটি উপহার দিয়েছেন। প্রতিযোগিতার সর্বোচ্চ ১৪৭ রানের জুটি গড়েছেন তারা। 

এছাড়া এইচপির দুই খেলোয়াড় তৌহিদ হৃদয় ও ইরফান শুক্কুর ধারাবাহিক দ্যুতি ছড়িয়েছেন। বল হাতে নাজমুল একাদশের দুই পেসার তাসকিন আহমেদ ও আল-আমিন হোসেন ছড়িয়েছেন মুগ্ধতা। আগুনে বোলিংয়ে দুই পেসারই নিয়েছেন ৭টি করে উইকেট। স্পিনার নাসুম আহমেদ ও রিশাদ হোসেনও ভালো করেছেন। 

ইতিবাচক পারফরম্যান্সে দল ফাইনালে উঠেছে বলেই বিশ্বাস করেন নাজমুল। পাশাপাশি দলের ভেতরে সবার মধ্যে সুস্থ প্রতিযোগিতা থাকায় উৎফুল্ল অধিনায়ক, ‘পুরো টুর্নামেন্ট আমরা উপভোগ করেছি। আমাদের অনেক ইতিবাচক দিক ছিল। মুশফিক ভাইয়ের একটা ইনিংস, আফিফের একটা ইনিংস। পাশাপাশি তৌহিদ হৃদয় ও ইরফান শুক্কুর ভাইয়ের কিছু ভালো ভালো ইনিংস ছিল।’

বোলারদের নিয়েও সন্তুষ্ট দলের অধিনায়ক, ‘বোলিং বিভাগে তাসকিন ভাই, আল-আমিন ভাই, নাঈম, নাসুম ভাই সবাই ভালো বোলিং করেছেন। নিজেদের মধ্যে একটা সুস্থ প্রতিযোগিতা হচ্ছে। এটা সবাই উপভোগ করেছে। সব ইতিবাচক দিক ছিল আমাদের। আশা করছি ফাইনালেও আমরা একই মানসিকতা নিয়ে খেলতে পারবো।’

ঢাকা/ইয়াসিন/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়