RisingBD Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ২৮ নভেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৪ ১৪২৭ ||  ১১ রবিউস সানি ১৪৪২

অস্ত্রোপচার শেষে সুস্থ হওয়ার পথে কপিল দেব

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৫, ২৪ অক্টোবর ২০২০  
অস্ত্রোপচার শেষে সুস্থ হওয়ার পথে কপিল দেব

ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব গত বৃহস্পতিবার হুট করে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন। পরবর্তীতে বিশ্বকাপজয়ী এই অধিনায়কের অস্ত্রোপচার করা হয়। সফল অস্ত্রোপচার শেষে শনিবার কপিল নিজেই জানিয়েছেন, সুস্থ হওয়ার পথে আছেন তিনি। হাসপাতালের বেডে হাস্যোজ্জ্বল কপিলের ছবিও প্রকাশ পেয়েছে।

ভারতীয় ক্রিকেটকে প্রথম বিশ্বমঞ্চে শিরোপা জেতানো এই অধিনায়ক টুইটারে এক বার্তায় বলেন, ‘আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য এবং খোঁজ নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। এত শুভাকাঙ্খা পেয়ে আমি আসলে আবেগে আপ্লুত। আপনাদের প্রার্থনায় আমি এখন সুস্থ হওয়ার পথে।’

অসুস্থ হওয়ার পর দিল্লির ফোর্টিস এস্কোর্ট হার্ট ইন্সটিটিউটে নিয়ে যাওয়া হয় কপিল দেবকে। সেখানেই পরীক্ষা নিরীক্ষার পর করা হয় অস্ত্রোপচার। তবে সুস্থ হয়ে ওঠা কপিলকে দুই দিনের মধ্যে বাড়িতে ফেরার অনুমতি দেওয়া হবে জানিয়ে এক বিবৃতিতে বলা হয়, ‘কপিল দেবের হৃদরোগের কারণে মধ্যরাতেই তার অস্ত্রোপচার করানো হয়েছিল। তবে উনি এখন অনেকটাই সুস্থ হচ্ছেন। আশা করছি দুই দিনের মধ্যে তাকে হাসপাতাল থেকে ছাড়া যাবে।’

ভারতের এই ক্রিকেটারকে নিয়ে বর্তমান এবং সাবেক অনেক ক্রিকেটার বার্তা দিয়েছিলেন। ভারতের হয়ে ১৩১ টেস্ট ও ২২৫ ওয়ানডে খেলেছেন কপিল। তার নেতৃত্বে ১৯৮৩ সালে প্রথম বিশ্বকাপ শিরোপা ঘরে তোলে দেশটি। টেস্ট ইতিহাসে ৪০০ উইকেট ও ৫ হাজার রান করা একমাত্র ক্রিকেটার তিনি। ২০১০ সালে আইসিসির হল অফ ফেইমে তাকে যুক্ত করা হয়।

ঢাকা/কামরুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়