ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সংখ্যায়, পরিসংখ্যানে ‘এল ক্লাসিকো’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১২, ২৪ অক্টোবর ২০২০   আপডেট: ১০:৫৯, ২৫ অক্টোবর ২০২০
সংখ্যায়, পরিসংখ্যানে ‘এল ক্লাসিকো’

স্প্যানিশ লা লিগার সবচেয়ে জনপ্রিয়, আকর্ষণীয় ম্যাচ মানে ‘এল ক্লাসিকো’। স্প্যানিশ দুই চির প্রতিদ্বন্দ্বী জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার এই ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে থাকে উত্তেজনা। সেই উত্তেজনার পারদ ছড়িয়ে দিতে ২০২০-২১ মৌসুমের প্রথম ‘এল ক্লাসিকো’ আজ (২৪ অক্টোবর) রাত ৮টায় মাঠে গড়াতে যাচ্ছে।

১৯০২ সালে প্রথমবারের মতো মুখোমুখি হয় বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ। সে ম্যাচে কাতালান ক্লাবটি ৩-১ গোলে জয়লাভ করে। দুই দলের মধ্যকার সর্বশেষ ম্যাচে অবশ্য জয়লাভ করেছিল রিয়াল মাদ্রিদ। চলতি বছরের মার্চে হওয়া সেই ম্যাচে লস ব্লাঙ্কোসরা ২-০ ব্যবধানে জয় দেখে।
আজকের ম্যাচের আগে সংখ্যা ও পরিসংখ্যানে ‘এল ক্লাসিকো’ নিয়ে কিছু তথ্যে চোখ বুলিয়ে নেওয়া যাক।

০- দর্শকসংখ্যা। প্রথমবারের মতো কোনো দর্শক ছাড়া মাঠে গড়াতে যাচ্ছে স্প্যানিশ ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাকর ম্যাচ ‘এল ক্লাসিকো’।

২- ‘এল ক্লাসিকো’-তে গোলহীন বার্সেলোনা। গত মৌসুমে বার্সা রিয়াল মাদ্রিদের বিপক্ষে লিগের দুই ক্লাসিকোর একটিতেও গোল করতে পারেনি। যা খুবই বিরল। এর আগে ১৯৫৭-৫৮ মৌসুমে প্রথম ও একবারের মতো টানা তিন ম্যাচে গোলহীন ছিল। ন্যু ক্যাম্পে সেই লজ্জার রেকর্ডে নাম লেখাবে কিনা, নজর থাকবে সেদিকেও।

৯৬- প্রতিযোগিতামূলক ম্যাচে দুই দলের জয় সংখ্যা। ন্যু ক্যাম্পে আজকের ম্যাচে জিতে কোন দল লিড নেয় সেটাই এখন দেখার। তবে সব ম্যাচ মিলিয়ে বার্সা ১১৫ জয় নিয়ে এগিয়ে আছে। যেখানে রিয়ালের জয়সংখ্যা ১০০।

৫- পঞ্চম ডাচ কোচ হিসেবে এল ক্লাসিকোতে বার্সার ডাগআউটে কোচ হিসেবে থাকছেন রোনাল্ড কোমান। এর আগে রাইনাস মিচেলস, ইয়োহান ক্রুইফ, লুইস ফন গাল এবং ফ্রাঙ্ক রাইকার্ড কাতালান কোচ হিসেবে এল ক্লাসিকো সামলিয়েছেন।

২৬- এল ক্লাসিকোতে কোনো ফুটবলার হিসেবে সর্বোচ্চ ২৬ গোলের মালিক বার্সা অধিনায়ক লিওনেল মেসি। ছয়বারের ব্যালন ডি’অর জয়ী এই তারকার পরের অবস্থানে থাকা আলফ্রেডো ডি স্টেফানোর গোলসংখ্যা মেসির চেয়ে ৮টি কম, ১৮টি।

৩৯৯- এল ক্লাসিকোতে বার্সেলোনার গোলসংখ্যা। রিয়ালের বিপক্ষে ১ গোল পেলে চির প্রতিদ্বন্দীদের জালে ৪০০ গোলের মাইলফলক স্পর্শ করবে বার্সেলোনা।

ঢাকা/কামরুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়