ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ফাতির পায়ে এল ক্লাসিকোতে বার্সার ‘৪০০’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৭, ২৪ অক্টোবর ২০২০  
ফাতির পায়ে এল ক্লাসিকোতে বার্সার ‘৪০০’

চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের জালে ৪০০ গোলের মাইলফলক স্পর্শ করতে আজকের ম্যাচের আগে বার্সেলোনার প্রয়োজন ছিল মাত্র ১ গোল। ন্যু ক্যাম্পে সেই গোল করতে বার্সা সময় নিয়েছে মাত্র ৮ মিনিট।

স্প্যানিশ বিস্ময় বালক আনসু ফাতির গোলে ‘এল ক্লাসিকো’-তে রিয়ালের জালে ৪০০ গোল পূর্ণ করেছে বার্সেলোনা। জর্দি আলবার পাস থেকে পা ছুঁয়েই গোলটি করেন ১৭ বছরের ফাতি। চলতি মৌসুমে এটি ফাতির ৫ম গোল। যার ৪টি লা লিগায়, অপরটি করেছিলেন চ্যাম্পিয়নস লিগে।

১৯০২ সালে প্রথম এল ক্লাসিকো তে বার্সা দিয়েছিল ৩ গোল। সে থেকে ৪০০ গোলের মাইলফলকে পৌঁছাতে বার্সার সময় লেগেছে ১১৮ বছর। যদিও শেষ ১০০ গোল পেয়েছে ২০ বছরের মধ্যে। বার্সার হয়ে ২০ বছর আগে ৩০০ গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন এনরিক।

তবে ন্যু ক্যাম্পে এদিন প্রথমে গোল পায় অতিথিরা। ম্যাচের ৫ মিনিটের মাথায় করিম বেনজেমার পাস থেকে লস ব্লাঙ্কোসদের এগিয়ে দেন ফেডেরিকো ভালভার্দে।

এই ম্যাচে মুখোমুখি হওয়ার আগে প্রতিযোগিতামূলক ম্যাচে দুই দলের জয়সংখ্যা সমান ৯৬টি করে। শেষ পর্যন্ত যে দল জিতবে এল ক্লাসিকোতে জয়ের সংখ্যায় এগিয়ে যাবে সেই দল।

ঢাকা/কামরুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়