ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

‘শুধু বার্সার বিপক্ষে কেন ভিএআর ব্যবহার করা হয়?’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৫, ২৫ অক্টোবর ২০২০  
‘শুধু বার্সার বিপক্ষে কেন ভিএআর ব্যবহার করা হয়?’

স্কোর ১-১ এ থাকার পর রিয়াল মাদ্রিদকে পেনাল্টি দেওয়ায় ক্ষুব্ধ বার্সেলোনা কোচ রোনাল্ড কোমান। ৩-১ গোলে কোচিং ক্যারিয়ারের প্রথম এল ক্লাসিকো হারার পর ডাচ কোচ বলেছেন, তার দলের বিরুদ্ধে অন্যায়ভাবে ভিএআর ব্যবহার করা হয়।

গেতাফের কাছে বার্সা এবং কাদিসের বিপক্ষে রিয়াল হারার পর শনিবার মৌসুমের প্রথম ক্লাসিকোতে মুখোমুখি হয়েছিল দুই দল। ন্যু ক্যাম্পে শেষ হাসি হেসেছে মাদ্রিদ ক্লাব।

ফেদে ভালভার্দে অতিথিতের হয়ে গোলমুখ খোলেন ম্যাচের পাঁচ মিনিট পর। কয়েক মিনিট পর আনসু ফাতি বার্সাকে সমতায় ফেরান। ম্যাচ ঘড়ি এক ঘণ্টা পার হওয়ার পর সার্জিও রামোসের জার্সি ক্লেমন্ত লংলে টেনে ধরলে রেফারি পেনাল্টি দেন রিয়ালের পক্ষে, তা থেকে গোলও করেন অধিনায়ক। এরপর বার্সাকে হতাশায় ভাসিয়ে রিয়অলের তৃতীয় গোল করেন লুকা মদরিচ।

ওই পেনাল্টির সিদ্ধান্ত ম্যাচের আবহ পাল্টে দিয়েছে মনে করছেন কোমান, ‘আমরা একমত নই, আমার কাছে এটা পেনাল্টি ছিল না। আশা করি একদিন স্পেনে ভিএআর ইস্যু নিয়ে আমার কাছে ব্যাখ্যা দেওয়া হবে। আমরা পাঁচ ম্যাচ খেলেছি এবং ভিএআর কেবল বার্সার বিপক্ষে সিদ্ধান্ত নিতে ব্যবহার করা হয়েছে।’

আগেও এমনটা হয়েছে উল্লেখ করে বার্সা কোচ বলেছেন, ‘কেন শুধু বার্সার বিপক্ষে ভিএআর ব্যবহার করা হয়। এই প্রযুক্তি দারুণ হতে পারে, কিন্তু সেটা যদি সব দলের জন্য ব্যবহার করা হয়। আমি লংলের সঙ্গে কথা বলিনি কিন্তু ওই সময়ের ঘটনা আমি দেখেছি। লংলেকে রামোস ফাউল করেছিল, তারপর লংলে রামোসকে টেনে ধরে। কিন্তু তাকে ফেলে দেওয়ার মতো ছিল না। তার তো সামনে পড়ে যাওয়া উচিত ছিল, পেছনে নয়। আবারও বলছি, আমার কাছে এটা পেনাল্টি ছিল না।’

রিয়ালের বিপক্ষেও পরোক্ষ অভিযোগ তুলেছেন কোমান, ‘রেফারিকে চাপ দেওয়া মাদ্রিদের খেলোয়াড়দের জন্য স্বাভাবিক। এটা নিয়ে আমার কোনও সমস্যা নেই। রেফারি ও ভিএআর ম্যাচের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে সিদ্ধান্তটা নিয়েছিল।’

এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার কোনও অবকাশ নেই দাবি করেছেন রামোস, ‘এটা নিশ্চিত পেনাল্টি। লংলে আমাকে টেনে ধরেছিল। রেফারির এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা অন্যায়।’

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়