ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আইপিএলে কোহলির দুইশ ছক্কা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৫, ২৫ অক্টোবর ২০২০  
আইপিএলে কোহলির দুইশ ছক্কা

কোহলির মাইলফলক ছোঁয়া ছয়

১৭তম ওভারের তৃতীয় বলে রবীন্দ্র জাদেজার মাথার ওপর দিয়ে ব্যাট চালালেন বিরাট কোহলি। মাঠের বাইরে থাকা সাইটস্ক্রিনে আঘাত করলো। চেন্নাই সুপার কিংসকে ১৪৬ রানের লক্ষ্য দেওয়ার পথে ওই একটি ছয়ই হাঁকান রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক, তাতেই স্পর্শ করেছেন মাইলফলক।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তৃতীয় ভারতীয় হিসেবে ২০০ ছয়ের মালিক এখন কোহলি। সব মিলিয়ে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়েছেন ডানহাতি ব্যাটসম্যান। দুবাইয়ে রোববার ৪৩ বলে ৫০ রানের ইনিংস খেলার পথে চারও তিনি মারেন একটি।

কোহলির আগে এই মাইলফলক ছোঁয়া অন্য দুই ভারতীয় হলেন মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা (২০৯) ও চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (২১৬)। তারা তিনজনই আছেন কোহলির সতীর্থ এবি ডি ভিলিয়ার্সের পরে, দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানের ছয় ২৩১টি। তবে সবার উপরে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, ৩৩৬টি।

রোববার ডি ভিলিয়ার্সের সঙ্গে ৮২ রানের জুটি গড়ার পথে আইপিএলের শীর্ষ ব্যাটসম্যান কোহলি (৫৮২৭) বেশিরভাগ রান করেছেন সিঙ্গেল থেকে। ইনিংস সেরা স্কোর করলেও তার দল চেন্নাইয়ের কাছে হেরে গেছে ৮ উইকেটে। 

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়