RisingBD Online Bangla News Portal

ঢাকা     রোববার   ২৯ নভেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৫ ১৪২৭ ||  ১২ রবিউস সানি ১৪৪২

করোনায় আক্রান্ত রোনালদিনহো

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২১, ২৬ অক্টোবর ২০২০  
করোনায় আক্রান্ত রোনালদিনহো

ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যদিও এই ব্রাজিলিয়ানের শরীরে কোনো প্রকার উপসর্গ দেখা যায়নি। করোনা রিপোর্ট পজিটিভ আসার পর থেকে আইসোলেশনে আছেন ফুটবলের এই জাদুকর।

৪০ বছর বয়সী সাবেক এই ফুটবলার নিজের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি এক ভিডিও বার্তায় নিজেই নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমার বন্ধু, পরিবার এবং ভক্তদের উদ্দেশ্যে জানাচ্ছি যে, আমি করোনা টেস্ট করিয়েছিলাম এবং তার ফলাফল পজিটিভ এসেছে। আমি এখন ভালো আছি, শারীরিক উন্নতিও ঘটছে তবে এখনো পুরোপুরি সুস্থ হইনি।’

৪০ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকা বেলো হরিজোন্তে হোটেলে নিজের আইসোলেশন কাটাচ্ছেন।

প্যারাগুয়েতে জাল পাসপোর্ট কাণ্ডে পাঁচ মাস দেশের বাইরে ছিলেন রোনালদিনহো। প্যারাগুয়েতে পুলিশের নজরবন্দীতে এক হোটেলে হাউজ অ্যারেস্ট ছিলেন ছোট ভাইসহ। পরবর্তীতে মুচলেকা দিয়ে আগস্টে দেশে ফেরেন তারা।

বার্সেলোনার এই ব্রাজিলিয়ান সাবেক তারকা নিজের ফুটবল ক্যারিয়ারে বিশ্বকাপ জেতার পাশাপাশি উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপাও জিতেছেন। এমনকি ব্যক্তিগত পারফরম্যান্সে ভাস্বর রোনালদিনহো ব্যালন ডি’অর ট্রফিও নিজের করে নিয়েছিলেন।

ঢাকা/কামরুল

সর্বশেষ

পাঠকপ্রিয়