ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ফিরছে দর্শক

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪২, ২৭ অক্টোবর ২০২০   আপডেট: ১৭:৫৭, ২৭ অক্টোবর ২০২০
মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ফিরছে দর্শক

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের গ্যালারিতে বসে দর্শকরা দেখতে পারবে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার বক্সিং ডে টেস্ট। এই ম্যাচ দিয়ে ক্রিকেটে দর্শক ফেরানোর কথা জানালেন অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের সরকার প্রধান।

ভিক্টোরিয়ায় করোনা পরিস্থিতি নিম্নমুখী। রাজ্যজুড়ে শিথিল করা হয়েছে করোনা বিধিও। এরপরই বোর্ডার গাভাস্কার ট্রফির এই ম্যাচে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হলো। তবে অনেক দেশে নতুন করে করোনার সংক্রমণ দেখা দেওয়ায় দর্শক সংখ্যা কত হবে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

ভিক্টোরিয়ান প্রধান ড্যানিয়েল এন্ড্রুস বলেছেন, ‘বক্সিং ডে টেস্ট একেবারে আলাদা। আমি খুব আত্মবিশ্বাসী যে বক্সিং ডে টেস্টে এমসিজিতে দর্শক পাবো। আমি জানি না এই সংখ্যাটা কত হবে কিন্তু দর্শক থাকবে। আমরা এনিয়ে কাজ করছি।’

আইপিএল শেষ করে অস্ট্রেলিয়ায় রওনা হবেন বিরাট কোহলিরা। সিডনিতে থাকবেন ১৪ দিনের কোয়ারেন্টাইনে। সেখানে তাদের অনুশীলনের সুযোগ সুবিধাও দেওয়া হবে। 

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়