ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চ্যাম্পিয়নস লিগে প্রথম জয়ের খোঁজে রিয়াল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৬, ২৭ অক্টোবর ২০২০  
চ্যাম্পিয়নস লিগে প্রথম জয়ের খোঁজে রিয়াল

চ্যাম্পিয়নস লিগের এই আসরের প্রথম জয়ের সন্ধানে জার্মানিতে পৌঁছেছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় বরুশিয়া মনশেনগ্লাদবাখের মুখোমুখি হবে তারা, ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স।

গত সপ্তাহে ‘বি’ গ্রুপে প্রথম ম্যাচে শাখতার দোনেৎস্কের কাছে ঘরের মাঠে ৩-২ গোলে হেরে গিয়েছিল রিয়াল। আর মনশেনগ্লাদবাখ তাদের ইউরোপিয়ান মিশন শুরু করেছিল ইন্টার মিলানের মাঠে ২-২ গোলের ড্র দিয়ে।

মাঠে নামার আগে দুই দল আত্মবিশ্বাসের তুঙ্গে। শনিবার বুন্দেসলিগায় মেইঞ্জের বিপক্ষে ৩-২ গোলে জিতেছিল মনশেনগ্লাদবাখ। গত সপ্তাহে মার্কো রোসের দল এক পয়েন্ট আদায় করলেও জয়ের দাবিদার ছিল তারা। একেবারে শেষ মুহূর্তে রোমেলু লুকাকুর গোলে হার এড়ায় ইন্টার।

জার্মান ক্লাবটি কখনও চ্যাম্পিয়নস লিগের নকআউট রাউন্ডে ওঠেনি। আগের দুইবার অংশ নিয়ে গ্রুপ পর্বে বিদায় নিয়েছে তারা। গত মৌসুমের ইউরোপা লিগেও শেষ ৩২ এর টিকিট কাটতে পারেনি মনশেনগ্লাদবাখ।

১৯৮৫-৮৬ মৌসুমের উয়েফা কাপের তৃতীয় রাউন্ডের পর থেকে ইউরোপিয়ান প্রতিযোগিতায় রিয়ালের মুখোমুখি হয়নি জার্মান দলটি। কিন্তু ২০১৬-১৭ চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে স্পেনের আরেক জায়ান্ট বার্সেলোনার বিপক্ষে খেলে হোম ও অ্যাওয়ে দুটি ম্যাচই হেরে গিয়েছিল। 

অতীত অভিজ্ঞতা সুখের না হলেও মনশেনগ্লাদবাখের অনুপ্রেরণা ২১ অক্টোবরের সান সিরোর ম্যাচ পারফরম্যান্স। রিয়ালের বিপক্ষে ইতিবাচক ফলের প্রত্যাশা তাদের।

এদিকে লা লিগায় কাদিজ ও চ্যাম্পিয়নস লিগে শাখতারের কাছে টানা দুটি ম্যাচ হারার পর হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছে এল ক্লাসিকো জিতে। বার্সেলোনার মাঠে ৩-১ গোলের জয় তাদের অনুপ্রাণিত করছে। চ্যাম্পিয়নস লিগে টানা তিন ম্যাচ হারের পর প্রথম জয়ের জন্য হন্যে হয়ে আছে জিনেদিন জিদানের দল। গত মৌসুমে শেষ ষোলোর দুই লেগে ম্যানচেস্টার সিটির কাছে হেরে গিয়েছিল তারা। গ্রুপটির আরেক ম্যাচে ইন্টার খেলবে শাখতারের মাঠে। মঙ্গলবার রাত ১১টা ৫৫ মিনিটে ম্যাচটি সরাসরি দেখাবে সনি সিক্স।

গতবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ দুরন্ত শুরু করেছে এবার। আতলেতিকো মাদ্রিদকে ৪-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচ তারা খেলবে লোকোমোতিভ মস্কোর বিপক্ষে। রাত ১১টা ৫৫ মিনিটে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন ২। ‘এ’ গ্রুপের আরেক ম্যাচে আতলেতিকো স্বাগত জানাবে এফসি সলজবুর্গকে, ম্যাচটি দিবাগত রাত ২টায় দেখানে সনি টেন ৩।

আত্মঘাতী গোলে জয় দিয়ে শুভ সূচনা করেছে ২০১৯ সালের চ্যাম্পিয়ন লিভারপুল। আয়াক্সকে ১-০ গোলে হারানো প্রিমিয়ার লিগের জায়ান্টরা এফসি মিটজিল্যান্ডের মুখোমুখি হবে ঘরের মাঠ অ্যানফিল্ডে। দিবাগত রাত ২টায় ম্যাচটি সরাসরি হবে চ্যানেল সনি টেন ১-এ। ‘ডি’ গ্রুপের শীর্ষে থাকা আতালান্তা মুখোমুখি হবে আয়াক্সের।

৩-১ গোলে পোর্তোকে উড়িয়ে ‘সি’ গ্রুপের লড়াই শুরু করেছে ম্যানসিটি। প্রিমিয়ার লিগে গত ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের সঙ্গে ১-১ গোলে ড্রর পর জয়ে ফিরতে তারা নামবে মার্শেইর মাঠে। মার্শেই-ম্যানসিটির ম্যাচটি দিবাগত রাত ২টায় সনি টেন ২ সম্প্রচার করবে। গ্রুপের অন্য ম্যাচে পোর্তো স্বাগত জানাবে গ্রিক দল অলিম্পিয়াকোসকে।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়