ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ক্রিকেট ছেড়ে অবসন্নতার সঙ্গে লড়াই জনসনের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৮, ২৮ অক্টোবর ২০২০  
ক্রিকেট ছেড়ে অবসন্নতার সঙ্গে লড়াই জনসনের

ক্রিকেটের সঙ্গে মানসিক স্বাস্থ্যের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। কোনো ক্রিকেটার মানসিকভাবে অবসন্নতায় ভুগলে মাঠের পারফরম্যান্স যেমন পড়তির দিকে থাকে, এমনকি ক্রিকেট উপভোগ করতে পারে না, অনেকে তো অবসর নিতেও বাধ্য হয়। ক্রিকেটে এমন উদাহরণ অনেক আছে। তবে মিচেল জনসন পড়েছেন নতুন সমস্যায়। ক্রিকেট ছেড়ে বিষণ্নতায় ভুগছেন সাবেক এই অজি পেসার।

সব ধরনের ক্রিকেট থেকে ২০১৮ সালে বিদায় বলেছেন ৩৮ বছর বয়সী এই আগ্রাসী পেসার। ক্রিকেটে ব্যস্ত থাকাকালীন বিষণ্ণতা কাটিয়ে থাকতে পারলেও। ক্রিকেটকে বিদায় দিয়ে বিষণ্নতায় ভুগছেন তিনি, এমনটাই জানিয়েছেন জনসন। সম্প্রতি চ্যানেল সেভেনকে দেওয়া এক সাক্ষাৎকারে অজি এই পেসার নিজের বর্তমান অবস্থা তুলে ধরেন।

যেখানে জনসন বলেন, ‘ক্রিকেট থেকে অবসরের পর আমার কাছে সবকিছু কঠিন মনে হচ্ছে। হঠাৎ কাজের ভার কমে যাওয়ায় মনে হয়েছে (আমার জীবনের) উদ্দেশ্য হারিয়ে ফেলেছি। আমার আত্মবিশ্বাস নিয়ে সমস্যা হচ্ছে। আমি ক্রিকেট ছেড়েছি দুই বছর হল, এখন অন্যরকম পরিস্থিতিতে আছি।’

জনসন আরও যোগ করেন, ‘আমার ছোটবেলা থেকেই বিষণ্ণতার সমস্যা ছিল। এটা আমি বুঝতাম। তবে ক্রিকেট অনেক কিছুকেই দূরে রাখতো। এটা বিষণ্ণতাকে আড়াল করত। এরপরও পরিবার থেকে দূরে থাকার সময়গুলোতে অনেক সময় খেলার পর রুমে গিয়ে নানা কিছু নিয়ে ভাবতাম। আমার পুরো ক্যারিয়ার জুড়ে আমি বিষণ্ণতার মুখোমুখি হয়েছি।’

অস্ট্রেলিয়ার হয়ে ৭৩টি টেস্ট, ১৫৩টি ওয়ানডে এবং ৩০টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মিচেল জনসন। টেস্টে তার উইকেট সংখ্যা ৩১৩টি। ওয়ানডেতে শিকার করেন ২৩৯টি উইকেট আর টি-টোয়েন্টিতে নেন ৩৮ উইকেট।

ঢাকা/কামরুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়