ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

প্লে-অফে এক পা দিলো মুম্বাই

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:২৭, ২৯ অক্টোবর ২০২০   আপডেট: ১১:০৫, ২৯ অক্টোবর ২০২০
প্লে-অফে এক পা দিলো মুম্বাই

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে প্লে-অফে এক পা দিয়ে রেখেছে মুম্বাই ইন্ডিয়ান্স। বুধবার রাতে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বেঙ্গালুরু প্রথমে ব্যাট করে ১৬৪ রান সংগ্রহ করে। জবাবে ৫ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় মুম্বাই।

এই জয়ে ১২ ম্যাচের ৮টিতে জিতে ১৬ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে মুম্বাই। সমান ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বেঙ্গালুরু।

মুম্বাইর জয়টিকে যদি দুই ভাগে ভাগ করা যায় তাহলে তার একটি অংশ যাবে জাসপ্রিত বুমরাহ’র দিকে। অন্য অংশ যাবে সূর্যকুমার যাদবের দিকে। বুমরাহ প্রথমে বল হাতে বেঙ্গালুরুর রান নিয়ন্ত্রণে রাখেন। ৪ ওভার বল করে ১ মেডেনসহ ১৪ রান দিয়ে নেন ৩ উইকেট। তার মধ্যে অধিনায়ক বিরাট কোহলি, সর্বোচ্চ রান সংগ্রাহক দেবদূত পাদিকাল ও শিবাম দুবে রয়েছেন। কোহলির উইকেট নিয়ে আইপিএলে নিজের শততম উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন।

অন্যদিকে সূর্যকুমার ওয়ান ডাউনে ব্যাট করতে নেমে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ৪৩ বল খেলে ১০টি চার ও ৩ ছক্কায় অপরাজিত ৭৯ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেন ইশান কিশান।

অন্যদিকে বেঙ্গালুরুর পাদিকাল ৪৫ বল খেলে ১২ চার ও ১ ছক্কায় করেন ৭৪ রান। ৩৩টি রান আসে জস ফিলিপের ব্যাট থেকে।

বল হাতে বেঙ্গালুরুর মোহাম্মদ সিরাজ ও যুজবেন্দ্র চাহাল ২টি করে উইকেট নেন। ম্যাচসেরা নির্বাচিত হন সূর্যকুমার যাদব।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়