RisingBD Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ২৮ নভেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৪ ১৪২৭ ||  ১১ রবিউস সানি ১৪৪২

আমাদের মৌসুমের সেরা খেলা: কোমান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৫, ২৯ অক্টোবর ২০২০  
আমাদের মৌসুমের সেরা খেলা: কোমান

ইউরোপের সর্বোচ্চ ফুটবল মঞ্চে টানা দ্বিতীয় জয় পেয়েছে বার্সেলোনা। এই সাফল্যে আনন্দে ভাসছেন কোচ রোনাল্ড কোমান। মঙ্গলবার জুভেন্টাসের মাঠে ২-০ গোলে জয়ের পর তিনি বলেছেন, এটা ছিল বার্সার মৌসুম সেরা খেলা।

উসমান দেম্বেলে ও লিওনেল মেসির গোলে ‘জি’ গ্রুপে টানা দ্বিতীয় ম্যাচ জিতেছে বার্সা। তাদের সঙ্গে পেরে ওঠেনি জুভেন্টাস। কাতালান জায়ান্টদের বিপক্ষে লক্ষ্যে একটিও শট ছিল না। কোমানের মতে, আরও আগেই ম্যাচ শেষ করে দিতে পারতো বার্সা।

জুভেন্টাসকে হারানোর পর কোমান সাংবাদিকদের বলেছেন, ‘এটা ছিল এই মৌসুমে আমাদের সেরা খেলা। একটি গুরুত্বপূর্ণ ইউরোপিয়ান দলের বিপক্ষে এটা বড় জয়।’

ডাচ কোচ আরও বলেছেন, ‘রক্ষণে আমি তিনজনকে খেলাতে চেয়েছিলাম, মাঝমাঠে থেকে আরও একজন বাড়তি খেলোয়াড়কে ফরোয়ার্ডে রাখার জন্য। তাতে আমরা আরও বেশি গোলের সুযোগ তৈরি করেছিলাম এবং খোলামেলা কথা হচ্ছে, আমাদের আরও আগেই ম্যাচ শেষ করে দেওয়া উচিত ছিল।’

দলের খেলায় সন্তুষ্টি প্রকাশ করে কোচ বলেছেন, ‘আমরা যেমনটা খেললাম এবং ফল পেলাম তাতে আমি খুব সন্তুষ্ট, বিশেষ করে আমার দল যে দৃঢ়তা দেখিয়েছে।’ পুরো ম্যাচ জুড়ে বার্সার দাপট ছিল। জুভের চেয়ে ২২৭টি বেশি পাস তারা খেলেছে এবং বল দখলে ছিল ৫৯ শতাংশ। 

৯৪.৫ শতাংশ পাস সফলভাবে দিয়েছেন সার্জি রবার্তো। এমন পারফরম্যান্সের জন্য অধীর হয়ে ছিল দল, জানালেন তিনি, ‘আমরা এমন বার্সেলোনাকে চাই, যারা ম্যাচে দাপট দেখাবে, যারা বল দখলে রাখবে এবং রক্ষণেও দারুণ। আমরা সেই পথে যাচ্ছি। দুই ম্যাচে ছয় পয়েন্ট পাওয়া গুরুত্বপূর্ণ। কিন্তু এটা শুধু দুই গোলে জয় নয়, আরও অনেক বেশি কিছু।’

একই পারফরম্যান্স এবার লা লিগায় দেখানোর পালা। শনিবার দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে মাঠে নামার আগে পয়েন্ট টেবিলে ১২তম স্থানে বার্সা। দুই ম্যাচ কম খেলে শীর্ষ দল রিয়াল সোসিয়েদাদের (১৪) চেয়ে ৭ পয়েন্ট পেছনে।

ঢাকা/ফাহিম

সর্বশেষ

পাঠকপ্রিয়