ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘সাকিবের ফেরা বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় পাওয়া’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১২, ২৯ অক্টোবর ২০২০  
‘সাকিবের ফেরা বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় পাওয়া’

ভারতীয় জুয়াড়ি দীপক আগারওয়ালের প্রস্তাব গোপন করার দায়ে দুই বছরের নিষেধাজ্ঞা পেয়েছিলেন সাকিব আল হাসান। যার এক বছর ছিল স্থগিত নিষেধাজ্ঞা। আজ (২৯ অক্টোবর) সেই নিষেধাজ্ঞার বেড়াজাল থেকে মুক্তি মিলেছে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকার। সাকিবের ক্রিকেটে ফেরার দিনে তাকে নিয়ে কথা বলেছেন জাতীয় দলে তার সতীর্থ থেকে শুরু করে দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-শুভাকাঙ্খী।

সাকিবকে নিয়ে কথা বলেছেন সম্প্রতি বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটে যুক্ত হওয়া কোচ টবি র‍্যাডফোর্ড। এই ইংলিশ কোচের চোখে সাকিবের এক বছর ক্রিকেটের বাইরে থাকা তার এবং দলের জন্য লজ্জার। তবে এই কোচের বিশ্বাস, সাকিবের পুনরায় ফিরে আসা দলের জন্য অনেক বড় পাওয়া। কারণ টাইগার দলে বিশ্বের সেরা এই অলরাউন্ডারের উপস্থিতি আলাদা প্রভাব বিস্তার করে থাকে।

২০১৮ সালে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরে খুব কাছ থেকে সাকিবকে দেখেছেন র‍্যাডফোর্ড। সেবার উইন্ডিজ শিবিরে দায়িত্ব পালন করছিলেন এই ইংলিশ কোচ। তাই সাকিব সম্পর্কে বেশ ভালোই ধারণা আছে জানিয়ে র‍্যাডফোর্ড বলেন, ‘আমি সাকিবের সম্পর্কে জানি, কারণ আমরা তার বিপক্ষে খেলেছি। সে বিশ্বের মধ্যে বর্তমানে নাম্বার ওয়ান অলরাউন্ডার। সে ব্যাট-বল হাতে বিশ্বমানের একজন খেলোয়াড়।’

এরপরে সাকিবের নিষেধাজ্ঞার বিষয় টেনে র‍্যাডফোর্ড আরও যোগ করেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞার জন্য সাকিবের এক বছর হারানো; তার এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য লজ্জা।’

নিষেধাজ্ঞা কাটিয়ে আজ থেকে ফিরেছেন সাকিব। জাতীয় দলের আসন্ন আন্তর্জাতিক সফরে দলের সঙ্গে যোগ দিবেন এই ক্রিকেটার। জাতীয় দলের হয়ে তিন সিরিজ মিস করা সাকিবের জন্য এটি যেমন আনন্দের, টাইগারদের জন্যও সুখবর।

র‍্যাডফোর্ড মনে করেন সাকিবের উপস্থিতি দলের আবহ বদলে দেয়। দলকে দারুণভাবে প্রভাবিত করেন এই অলরাউন্ডার। এই ইংলিশ কোচ আরও যোগ করেন, ‘জাতীয় দল এবং সাকিবের জন্য সবচেয়ে ইতিবাচক বিষয় হচ্ছে, সে আবার ক্রিকেটে ফিরতে যাচ্ছে। সে দলকে দারুণভাবে প্রভাবিত করে। তার আবার ফিরে আসা দলের জন্য অনেক বড় পাওয়া।’

ঢাকা/কামরুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়