ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

গার্দিওলা-জাভিদের ফিরিয়ে আনবে বার্সা!

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৮, ৩০ অক্টোবর ২০২০   আপডেট: ১৬:৩৯, ৩০ অক্টোবর ২০২০
গার্দিওলা-জাভিদের ফিরিয়ে আনবে বার্সা!

নানান নাটকীয়তা শেষে বার্সেলোনার সভাপতি পদ থেকে সরে দাঁড়িয়েছেন জোসেফ মারিয়া বার্তোমেউ। নিজের পুরো বোর্ডসহ নিয়েছেন বিদায়। ক্লাবের সামনের নির্বাচনেও জিতবেন না বার্তোমেউ, এটা প্রায় নিশ্চিত। এমন অবস্থায় ক্লাবের সামনের নির্বাচনকে লক্ষ্য করে প্রচার-প্রচারণা চালাচ্ছেন অন্য প্রতিদ্বন্দ্বীরা। যাদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম ভিক্টন ফন্ট। আর নির্বাচনী প্রচারণায় ফন্ট জানিয়েছেন, বার্সাকে নতুন করে সাজাবেন তিনি। আবার ফিরিয়ে আনবেন দলটির অন্যতম সফল কোচ পেপ গার্দিওলাকে। এমনকি জাভি হার্নান্দেজ, কার্লোস পুয়োলদের মতো সাবেক তারকাদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে নতুন প্রজেক্ট শুরু করার পরিকল্পনার কথা জানিয়েছেন ফন্ট।

স্কাই স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে ফন্ট বলেছেন, ‘এটা আমাদের ইচ্ছা যে, একটি শক্তিশালী এবং প্রতিযোগিতামূলক প্রজেক্ট তৈরি করার। আমরা খুবই সৌভাগ্যবান যে, ইয়োহান ক্রুয়েফের মত ফুটবলার যে স্টাইলের বীজ এখানে বপন করে দিয়ে গেছেন, সেটাকে আমরা টেনে আনতে পারছি এবং সফল হচ্ছি।’

সেই স্টাইল অনুসরণ করে কিভাবে সফল হলো বার্সা কিংবদন্তীরা, সেটা জানিয়ে ফন্ট আরও বলেন, ‘আমাদের অধিকাংশ পেশাদারই এই স্টাইল সম্পর্কে জানে। তারা এটায় খুব মজা পান এবং এই স্টাইলকে ভালোবাসেন। যেমন পেপ গার্দিওলা, জাভি, ইনিয়েস্তা এবং কার্লোস পুয়োল। তারা সবাই কিংবদন্তি এবং বার্সাকে ভালোবাসে। কিন্তু কেউই তারা বার্সার হয়ে কাজ করছেন না। আমাদের প্রয়োজন এখন তাদেরকেই ফিরিয়ে আনা। তাহলেই কেবল আমরা প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ একটি প্রজেক্ট তৈরি করতে পারবো।’

এদিকে বার্সা-মেসি দ্বন্দ্ব এতটাই চরম অবস্থানে পৌঁছেছিল যে, এই মৌসুম কাতালান ক্লাবে কাটালেও; নতুন মৌসুমে ভিন্ন ক্লাবে দেখার সম্ভাবনা রয়েছে মেসিকে। আর তাই ফন্টের কাছেও জানতে চাওয়া হয়েছিল, লিওনেল মেসি সম্পর্কে তার চিন্তা কি?

এই বিষয়ে ফন্টের ভাষ্য, ‘একটা বিষয় পরিষ্কার, সেটা হচ্ছে- মেসিকে বোঝা প্রয়োজন, তিনি হচ্ছেন আমাদের প্রতিযোগিতামূলক প্রজেক্টের মূল অংশ। যেটার মূল উদ্দেশ্যই হচ্ছে, আগামী চ্যাম্পিয়নস লিগ জয় করা।’

ঢাকা/কামরুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়