ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসি মহির

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৯, ৩১ অক্টোবর ২০২০   আপডেট: ১৫:২৫, ৩১ অক্টোবর ২০২০
হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসি মহির

প্রথম লড়াইয়ে ৬৫ ভোটে হয়েছিল টাই।  দ্বিতীয় মুখোমুখিতেও ছড়াল উত্তাপ। এবারও ভোটযুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই হলো।  শেষ হাসি হাসলেন মহিউদ্দিন মহি।

গত তিন অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে ২১ পদের ২০টির নিষ্পত্তি হয়েছিল।  সমন্বয় পরিষদ থেকে মহিউদ্দিন আহমেদ মহি ও স্বতন্ত্র হিসেবে তাবিথ আউয়ালের বাক্সে সমান ৬৫ ভোট পড়ার কারণে চতুর্থ সহ-সভাপতি সেই সময় কেউই নির্বাচিত হতে পারেননি।  সেই একটি পদে নির্বাচন অনুষ্ঠিত হলো শনিবার।

হোটেল সোনারগাঁওয়ে নির্বাচন শুরু হয় সকাল সাড়ে ১১টায়।  দুপুর ১টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।  ১৩৯ জন ডেলিগেট থাকলেও, ১৩৫ জন ভোট দিতে পারবেন বলে জানানো হয়েছিল।  বাকি চারজন আগের নির্বাচনে ভোট না দেওয়ায় এই নির্বাচনে ভোট দিতে পারবেন না।  তবে নির্ধারিত সময়ে ভোট দিয়েছেন ১৩০ জন।

৬৭ ভোট পেয়ে টানা দ্বিতীয় মেয়াদে বাফুফে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন মহি। বিপরীতে তাবিথ আওয়াল পেয়েছেন ৬৩টি ভোট।  মাত্র চার ভোটের ব্যবধানে ফের বাফুফে সহ-সভাপতি আসনে বসলেন মহি।

চতুর্থ মেয়াদে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সালাহ্উদ্দিন।  গত ৩ অক্টোবর বাফুফের নির্বাচনে ১৩৫ ভোটের মধ্যে ৯৪ ভোট পেয়ে চতুর্থবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি।

 

ইয়াসিন/সাইফ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়