Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ২৯ জুলাই ২০২১ ||  শ্রাবণ ১৪ ১৪২৮ ||  ১৬ জিলহজ ১৪৪২

৫৪ ঘণ্টার ভ্রমণ শেষে ১৪ দিনের কোয়ারেন্টাইনে ক্যারিবিয়ানরা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৫, ৩১ অক্টোবর ২০২০  
৫৪ ঘণ্টার ভ্রমণ শেষে ১৪ দিনের কোয়ারেন্টাইনে ক্যারিবিয়ানরা

করোনা সংকট কাটিয়ে ক্রিকেট ফেরানোতে বড় অবদানই রাখছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। জুলাইয়ে ক্রিকেট ফেরানোর লক্ষ্যে ইংল্যান্ডের মাটিতে সফর করেছিলো ক্যারিবিয়ানরা। এবার প্রথম দল হিসেবে একাধিক সফরেও নাম লেখালো।

দুই দিনের বেশি ভ্রমণ করে নিউ জিল্যান্ডে পা রেখেছে ক্যারিবিয়ানরা। মঙ্গলবার বারবাডোজ থেকে যাত্রা শুরু করে লন্ডন, দুবাই ও অকল্যান্ডে যাত্রাবিরতি শেষে পাক্কা ৫৪ ঘণ্টা ভ্রমণ করে শুক্রবার ক্রাইস্টচার্চে পা রেখেছে ওয়েস্ট ইন্ডিজ দল। টানা সফর করে এসে এবার দুই সপ্তাহের বিরক্তিকর কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে তাদের। করোনা পরীক্ষা করালেও প্রথম তিনদিন প্রতি ক্রিকেটারই একাকী থাকতে হবে।

ক্রাইস্টচার্চের লিঙ্কন বিশ্ববিদ্যালয় হাই পারফরম্যান্স সেন্টারে ১৪ দিনের কোয়ারেন্টাইন পালন করবে ক্যারিবিয়ানরা। তবে আশার বিষয় হচ্ছে ঘরবন্দী থাকতে হবে কেবল ৪ দিন। এরপর জৈব সুরক্ষা বলয় মেনে কোয়ারেন্টাইনে থেকে শুরু করতে পারবে অনুশীলন।

নিউ জিল্যান্ডে কোভিড-১৯ রোগের প্রকোপ ততটা তীব্র নয়। তাই ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে কোভিড পরীক্ষায় নেগেটিভ হওয়া সাপেক্ষে ক্রিকেটাররা মোটামুটি মুক্ত জীবন কাটাতে পারবেন। আগামী মার্চে নিউ জিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। তাদের জন্যও কোয়ারেন্টাইনের নিয়ম এরকমই থাকার কথা।

নিউ জিল্যান্ড সফরে তিন টি-টোয়েন্টি ও দুই টেস্ট ম্যাচের সিরিজ খেলবে ক্যারিবিয়ানরা। টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে কিউইদের বিপক্ষে সিরিজ। তাই টি-টোয়েন্টি দল পৌঁছেছে আগে। আইপিএলে থাকা ক্রিকেটাররা দলের সঙ্গে যোগ দেবেন পরে। টেস্ট সিরিজের আগে যোগ দেবেন ওই সিরিজের ক্রিকেটাররা।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ২৭ নভেম্বর। ৩ ডিসেম্বর শুরু টেস্ট সিরিজ। সেসময় নিউ জিল্যান্ড সফরে থাকবে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলও, টেস্ট সিরিজ চলার সময় নিউ জিল্যান্ডে দুটি চারদিনের ম্যাচ খেলবে তারা।

ঢাকা/কামরুল

সর্বশেষ

পাঠকপ্রিয়