ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘বেনজেমা-ভিনিসিয়াসের মধ্যে কোনো সমস্যা নেই’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৯, ৩১ অক্টোবর ২০২০  
‘বেনজেমা-ভিনিসিয়াসের মধ্যে কোনো সমস্যা নেই’

‘সে আমাদের পক্ষে খেলছে না। তাকে (ভিনিসিয়াস) বল পাস দিও না।’- চ্যাম্পিয়নস লিগে বরুশিয়া মনশেনগ্লাডবাচের বিপক্ষে ম্যাচের বিরতিতে সতীর্থ ফার্লান্দ মেন্দিকে এভাবে ভিনিসিয়াসের বিপক্ষে বলছিলেন করিম বেনজেমা। যা টানেলের ক্যামেরায় ধরা পড়ে। এটা নিয়ে সংবাদমাধ্যমে দারুণ বিতর্কের সৃষ্টি হয়। তবে রিয়াল কোচ জিনেদিন জিদান জানিয়েছেন, এই দুই ফুটবলার নিজেদের মধ্যে কথা বলে নিয়েছেন এবং এখন সব ঠিক আছে তাদের মধ্যে।

চ্যাম্পিয়নস লিগে বরুশিয়া মনশেনগ্লাডবাচের বিপক্ষে ম্যাচে রিয়াল তখন এক গোল ব্যবধানে পিছিয়ে ছিল। আর বিরতির সময় তখন ভিনিসিয়াসকে নিয়ে মেন্দিকে এমন কথা বলেন বেনজেমা। ফরাসি এই ফুটবলার দ্বিতীয়ার্ধে একবারও বল পাস দেননি ভিনিসিয়াসকে। মেন্দিও দিয়েছেন মাত্র ৩ বার। ম্যাচের ৭০ মিনিটে পরে ভিনিসিয়াসকে তুলেই নেন কোচ জিদান। যা প্রকাশ করে ফ্রেঞ্চ টিভি চ্যানেল টেলিফুট। যদিও বেনজেমা বিষয়টি অস্বীকার করেন। ইনস্টাগ্রাম পোস্টে এ নিয়ে বেনজেমা বলেন, ‘কুকুরেরা ঘেউ ঘেউ করে, নাম্বার নাইন তা উপেক্ষা করে।’

লা লিগায় হুয়েস্কার বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে অবশ্য এই দুই ফুটবলারের মধ্যে সব সমস্যা মিটে গেছে বলে জানিয়েছে রিয়াল কোচ জিদান। এই ফরাসি কোচ বলেন, ‘বেনজেমা এবং ভিনিসিয়াসের বিষয়টি পরিষ্কার। তারা এক অন্যের সাথে কথা বলেছে। মাঠের বিষয় মাঠেই থাকে। তারা কথা বলেছে এবং এখন সবকিছু ঠিক আছে।’

তিনি আরও যোগ করেন, ‘তাদের মধ্যে কোনো সমস্যা নেই। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হুয়েস্কার বিপক্ষে ম্যাচ। বেনজেমা-ভিনিসিয়াসের মাঝে যা হয়েছে সেটা সবসময়ই হয়ে এসেছে। এখন শুধু নতুন করে ক্যামেরা এসেছে।’

ঢাকা/কামরুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়