RisingBD Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ২৫ নভেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১১ ১৪২৭ ||  ০৮ রবিউস সানি ১৪৪২

করোনাভাইরাসে আক্রান্ত সিমোনা হালেপ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩০, ৩১ অক্টোবর ২০২০  
করোনাভাইরাসে আক্রান্ত সিমোনা হালেপ

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বের দুই নাম্বার র‍্যাংকিংধারী টেনিস তারকা সিমোনা হালেপ। শনিবার (৩১ অক্টোবর) এক টুইট বার্তায় বিষয়টি নিজেই নিশ্চিত করেন এই রোমানিয়ান নারী টেনিস তারকা।

নিজের টুইট বার্তায় সিমোনা জানায়, মৃদু উপসর্গ ছিল তার। বর্তমানে নিজেকে আইসোলেশনে রেখেছেন তিনি এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। ২৯ বছর বয়সী সিমোনা তার টুইট বার্তায় লেখেন, ‘সবাইকে জানাতে চাই, কোভিড-১৯ পরীক্ষায় আমি পজিটিভ হয়েছি। আমার মৃদু উপসর্গ ছিল। এই মুহূর্তে বাড়িতে সেলফ-আইসোলেশনে আছি এবং মৃদু উপসর্গ থেকে সেরে উঠছি। আমি ভালো বোধ করছি; সবাই মিলে আমরা এই অবস্থা কাটিয়ে উঠব।’

দুইবারের গ্র্যান্ড স্লামজয়ী এই নারী টেনিস তারকা সর্বশেষ ফ্রেঞ্চ ওপেনে অংশ নিলেও চতুর্থ রাউন্ড থেকেই ছিটকে পড়েন।

ঢাকা/কামরুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়