ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কলকাতার ভাগ্য সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দিলেন মরগান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৯, ২ নভেম্বর ২০২০  
কলকাতার ভাগ্য সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দিলেন মরগান

রোববার রাজস্থান রয়্যালসকে বড় ব্যবধানে হারালেও প্লে-অফে জায়গা নিশ্চিত হয়নি কলকাতা নাইট রাইডার্সের। তবে এখনও আশা টিকে আছে। লিগ পর্বের বাকি দুটি ম্যাচের ফলের ওপর নির্ভর করছে তাদের প্লে-অফ ভাগ্য। অধিনায়ক এউইন মরগান খুব বেশি দুশ্চিন্তার মধ্যে নেই, সব কিছু ছেড়ে দিয়েছেন সৃষ্টিকর্তার ওপর।

রাজস্থানের বিপক্ষে ৬০ রানে জেতার পর ম্যাচ শেষে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ‘হ্যাঁ, পরিসংখ্যানের (নেট রানরেট) বিষয়ে আমি জানতাম। কিন্তু আপনাকে প্রথমে জিততে হবে। আজ আমরা এর থেকে বেশি কিছু করতে পারতাম বলে মনে হয় না আমার। তাই এখন সবকিছু সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দিচ্ছি।’

সংবাদ সম্মেলনে অবশ্য ম্যাচ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন মরগান, ‘দলের খেলোয়াড়দের মন ভালো আছে। (প্লে-অফে) যোগ্যতা অর্জনকে পাশে সরিয়ে রেখে আমাদের মনে হয় যে আমাদের যা ছিল, আমরা তাই দিয়েছি।’

তবে কলকাতার অবস্থা খুব একটা খারাপ নয়। ভাগ্য কিছুটা সহায় হলে সোমবারই প্লে-অফের টিকিট নিশ্চিত হয়ে যেতে পারে তাদের। আপাতত ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় চতুর্থ স্থানে আছে কলকাতা। একটি ম্যাচ কম খেলে সমান পয়েন্টে আছে দিল্লি ও বেঙ্গালুরু। তিন দলের মধ্যে নেট রানরেটের মধ্যে বড়সড় পার্থক্য নেই। সেক্ষেত্রে সোমবার পরাজিত দলের হারের ব্যবধান বড় হলে গ্রুপ লিগের শেষ ম্যাচের আগেই প্লে-অফে উঠে যেতে পারে কলকাতা।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়