ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ইন্টারের ম্যাচটি ফাইনাল: জিদান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১০, ২ নভেম্বর ২০২০   আপডেট: ২২:১১, ২ নভেম্বর ২০২০
ইন্টারের ম্যাচটি ফাইনাল: জিদান

ফুটবল মাঠের লড়াই কঠিন থেকে কঠিনতর হচ্ছে রিয়াল মাদ্রিদের জন্য। কোচ জিনেদিন জিদানের মতে, সম্প্রতি বেশ কয়েকটি ম্যাচকে ‘ফাইনাল’ হিসেবে খেলেছে তার দল। হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ জয়ী কোচের দাবি, মঙ্গলবার ইন্টার মিলানের বিপক্ষে তাদের ম্যাচের ফল নির্ধারণ করবে চ্যাম্পিয়নস লিগে নকআউট পর্বে ওঠার বিষয়টি।

গ্রুপের প্রথম ম্যাচে রিয়াল হেরে যায় শাখতার দোনেৎস্কের কাছে। বরুশিয়া মনশেনগ্লাদবাখের কাছে হারের শঙ্কায় থাকার পর শেষ মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে পয়েন্ট উদ্ধার করে মাদ্রিদ ক্লাব। দুটি সহজ পরীক্ষায় যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তারা, তা ইন্টারের মুখোমুখি হওয়ার আগে উদ্বেগ বাড়াতে যথেষ্ট। 

ম্যাচের আগের সংবাদ সম্মেলনে সোমবার জিদান বলেছেন, ‘আমরা আমাদের প্রতিপক্ষকে জানি এবং এটা কঠিন ম্যাচ। তারা একটা ভালো দল এবং শারীরিকভাবে শক্তিশালী। তারা ভালো ফুটবল খেলে। আমাদের জন্য আরেকটি কঠিন খেলা। এটা ফাইনাল।’

এই সপ্তাহে লা লিগায় উয়েস্কার বিপক্ষে আক্রমণভাগে এডেন হ্যাজার্ড, করিম বেনজেমা ও মার্কো আসেনসিওকে রেখেছিলেন জিদান। এরই মধ্যে নামের আদ্যক্ষর দিয়ে তারা ‘এইচবিএ’ নামে পরিচিতি পেতে শুরু করেছে। কিন্তু ফরাসি কোচের বিশ্বাস- গ্যারেথ বেল, বেনজেমা ও ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে পরিচিত ‘বিবিসি’র মতোই চূড়ায় পৌঁছাবে ‘এইচবিএ’।

জিদানে এনিয়ে বলেছেন, ‘এখানে যে খেলোয়াড়েরা আছে, তারা সবসময় ইতিহাস তৈরি করতে চায়। এই তিনজন (হ্যাজার্ড, বেনজেমা ও আসেনসিও) গুরুত্বপূর্ণ এবং তারা নিশ্চিতভাবে গুরুত্বপূর্ণ কিছু করবে। আমি জানি অনেকে দলে পরিবর্তনের ব্যাপারে কথা বলছে, কিন্তু আমি দলের ভেতরে দেখতে পাচ্ছি প্রত্যেকে জিততে চায় এবং কোচ হিসেবে আমার কাছে এটা খুব ভালো ব্যাপার। আমার সব খেলোয়াড়ের খেলা উপভোগ করি এবং আমরা প্রত্যেককে নিয়ে উদ্দেশ্য পূরণের চেষ্টা করতে যাচ্ছি।’

রিয়ালের ছন্দপতনের কারণে জিদানের ভবিষ্যৎ এখনও অনিশ্চয়তার মতে। কিন্তু এসব একেবারেই মনের মধ্যে রাখছেন না ফরাসি কোচ, ‘আমি এসব নিয়ে ভাবি না, আমার চিন্তায় এখন শুধুই ইন্টারের বিপক্ষে কালকের (মঙ্গলবার) ম্যাচ।’

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়