ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

রিয়ালের হয়ে রামোসের শতক

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫১, ৪ নভেম্বর ২০২০  
রিয়ালের হয়ে রামোসের শতক

২০০৫ সাল থেকে রিয়াল মাদ্রিদের হয়ে পথচলা সার্জিও রামোসের। সেই থেকে দলে নিজেকে সেরাদের সেরার তালিকায় নিয়ে গেছেন এই স্প্যানিশ ডিফেন্ডার। লস ব্লাঙ্কোসদের বর্তমান অধিনায়ক গত মঙ্গলবার (০৩ নভেম্বর) দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন রিয়াল জার্সিতে।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের জার্সিতে ৬৫৯ ম্যাচ খেলে গোলের শতক পূর্ণ করেছেন রামোস। সবমিলিয়ে আন্তর্জাতিক এবং ক্লাব ক্যারিয়ার মিলিয়ে রামোসের গোলসংখ্যা দাঁড়ালো ১২৮-এ। গোলের শতক ছোঁয়া রামোস ম্যাচ শেষে এই মাইলফলক নিয়ে বলেন, ‘এটা দারুণ অর্জন। এমন অর্জনের স্বীকৃতি পাওয়া আসলে বিশেষ কিছু। এটা এমন এক অর্জন, যেটা সাধারণত ডিফেন্ডাররা পেয়ে থাকে না। আশা করি, আমি এর সঙ্গে আরও অনেক যোগ করতে পারবো।’

রামোসের গোলের শতক পূর্ণ করার রাতে রিয়ালও চলতি চ্যাম্পিয়নস লিগে প্রথম জয়ের দেখা পেয়েছে। ইন্টার মিলানকে ৩-২ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। জয় নিয়ে অধিনায়ক রামোস আরও যোগ করেন, ‘যখন খেলায় সমতা চলে এসেছিল, তখন আমরা আক্রমণাত্মক খেলার পরিকল্পনা নেই। আর এটা আমাদের জন্য কাজে দিয়েছে। আসলে জয়টা দরকার ছিল। যখন দল জিতে তখন নিজের এবং দলের সবার মধ্যে ভুলগুলো কাটিয়ে আত্মবিশ্বাস বাড়ে। এটা আমাদের প্রয়োজন ছিল।’

এদিকে রিয়ালের হয়ে ১০০ গোলের ৫৫টি হেড থেকে করেছেন রামোস। আর তাই ইন্টারও এই ম্যাচের আগে রামোসকে আটকানোর পরিকল্পনা এঁটেছিল। কিন্তু নিজেদের পরিকল্পনায় বদল এনেছে লস ব্লাঙ্কোসরা। রামোস আরও যোগ করেন, ‘আমরা জানতাম, তারা আমাদের কর্ণার থেকে গোল করা আটকাতে চাইবে। আর তাই আমরাই পরিকল্পনা বদলে তাদের চমকে দিয়েছি।’

এদিকে ডিফেন্ডার হয়ে সর্বোচ্চ গোলের তালিকায় রামোস এখনো বেশ পিছিয়ে আছে। এই তালিকায় সবার উপরে আছে বার্সার বর্তমান ডাচ কোচ রোনাল্ড কোমান। তিনি করেছেন ২৫৩ গোল। ৩৩ বছর বয়সী রামোস কি পারবে, সেই অবিশ্বাস্য সংখ্যা স্পর্শ করতে?

ঢাকা/কামরুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়