ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নিউ জিল্যান্ডের ব্যাটিং কোচ লুক রনকি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৭, ৪ নভেম্বর ২০২০  
নিউ জিল্যান্ডের ব্যাটিং কোচ লুক রনকি

আসন্ন মৌসুমের জন্য নিউ জিল্যান্ডের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেলেন সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান লুক রনকি। পিটার ফুলটন জুলাইয়ে চলে যাওয়ার পর থেকে পদটি শূন্য ছিল।

প্রধান কোচ গ্যারি স্টিড ও বোলিং কোচ শেন জুর্গেনসেনের সঙ্গে নিউ জিল্যান্ডের সাপোর্ট স্টাফে যোগ দিতে যাচ্ছেন ৪ টেস্ট, ৮৫ ওয়ানডে ও ৩৩ টি-টোয়েন্টি খেলা রনকি।

গত দুই বছর ধরে দলের সঙ্গে নিয়মিত কাজ করেছেন রনকি, ২০১৯ সালে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে অনুষ্ঠিত বিশ্বকাপেও কিউইদের সঙ্গে ছিলেন। পূর্ণকালীন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ৩৯ বছর বয়সী সাবেক ব্যাটসম্যান, ‘আমি একেবারে উদ্বেলিত। সাম্প্রতিক মৌসুমগুলোতে দলের সঙ্গে পার করা সময় উপভোগ করেছি। আর এই মৌসুমে আমাকে পূর্ণকালীন সুযোগ দেওয়ায় আমি রোমাঞ্চিত।’

দলের ব্যাটসম্যানদের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়ায় সম্মানিতবোধ করছেন রনকি। শীর্ষ পর্যায়ে সেরা পারফরম্যান্স করতে ব্যাটসম্যানদের প্রস্তুত করতে উন্মুখ তিনি, ‘সামনে ব্যস্ত মৌসুম। চারটি সফরকারী দল ভিন্ন চ্যালেঞ্জ নিয়ে সামনে দাঁড়াবে। এই সূচিগুলোর জন্য গ্যারি ও অন্য কোচদের সঙ্গে বসে পরিকল্পনা করা হবে দারুণ ব্যাপার।’

২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন রনকি। এরপর ক্রিকেট ওয়েলিংটনের উন্নয়ন কর্মসূচিতে ছিলেন এবং এই বছর পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেডের খেলোয়াড়-কোচের দায়িত্ব পালন করেন। এবার দেশের জাতীয় ক্রিকেট দলের সঙ্গে কাজ করবেন নতুন ভূমিকায়, দুই সপ্তাহের মধ্যে কাজে যোগ দিতে যাচ্ছেন তিনি।

রনকিকে এই ভূমিকায় যোগ্য মনে করছেন নিউ জিল্যান্ডের সর্বকালের শীর্ষ ব্যাটসম্যান রস টেলর, ‘গত কয়েক বছরে দলের সঙ্গে লুককে পাওয়া ছিল দারুণ। ব্যাটিং কোচ হিসেবে তার সঙ্গে আমি ব্যক্তিগতভাবে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়